আইআইটি-র মতো প্রতিষ্ঠান থেকে আর্কিটেকচার বা স্থাপত্যবিদ্যা বিষয়ে উচ্চশিক্ষা লাভের জন্য বিশেষ প্রবেশিকায় উত্তীর্ণ হতে হয়। বিভিন্ন আইআইটি-র তরফে তাই আয়োজন করা হয় জয়েন্ট এন্ট্রান্স এগ্জ়ামিনেশন অ্যাডভান্সড আর্কিটেকচার অ্যাপ্টিটিউড টেস্ট (জেইই অ্যাডভান্সড এএটি)-র।
২০০৬ থেকে সর্বভারতীয় প্রবেশিকা জেইই এএটি-র আয়োজন করা হয়। প্রতি বছর দেশের বিভিন্ন আইআইটি এই পরীক্ষা আয়োজন করে থাকে। ২০২৬-এর পরীক্ষা আয়োজন করছে আইআইটি রুরকি। ১৭ মে ২০২৬ আয়োজন করা হবে জেইই অ্যাডভান্সড-এর। তার পর ৪ জুন ২০২৬ জেইই অ্যাডভান্সড এএটি-র পরীক্ষা হবে। উত্তীর্ণেরা আইআইটি খড়্গপুর, আইআইটি রুরকি এবং আইআইটি বিএইচইউ-এ বিআর্ক কোর্সে ভর্তির সুযোগ পাবেন।
কারা পরীক্ষা দিতে পারবেন—
২০২৬ জেইই অ্যাডভান্সড-এ উত্তীর্ণ প্রার্থীরাই জেইই অ্যাডভান্সড এএটি দেওয়ার সুযোগ পাবেন। সে ক্ষেত্রে উচ্চমাধ্যমিক স্তরে পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত থাকতে হবে। প্রয়োজন ন্যূনতম ৭৫ শতাংশ নম্বরও।
পরীক্ষার ধরন কেমন—
জেইই অ্যাডভান্সড এএটি-র আয়োজন করা হবে পেন অ্যান্ড পেপার মোড বা খাতায়কলমে। পরীক্ষার জন্য বরাদ্দ তিন ঘণ্টা। ইংরেজি মাধ্যমেই পরীক্ষা দিতে হবে। মোট ১৬টি প্রশ্নেপ উত্তর দিতে হবে। ভুল উত্তরের জন্য কোনও নম্বর কাটা যাবে না অর্থাৎ নেগেটিভ মার্কিং নেই।
আরও পড়ুন:
কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে—
পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হবে ইম্যাজিনেশন অ্যান্ড এস্থেটিক সেন্সিটিভিটি, থ্রি ডায়মেনশনাল পারসেপশন, জিওমেট্রিক্যাল ড্রয়িং, ফ্রিহ্যান্ড ড্রয়িং, আর্কিটেকচারাল অ্যাওয়েআরনেস এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর।
প্রশ্ন কেমন হবে—
জেইই অ্যাডভান্সড এএটি-তে সব প্রশ্নই ব্যাখ্যামূলক। কোনও অবজেকটিভ প্রশ্ন নেই। এ ছাড়া ছবি আঁকা বা স্কেচিংয়ের প্রয়োজন পড়ে।
পরীক্ষাকেন্দ্র—
দেশের সাতটি আইআইটি-কে পরীক্ষাকেন্দ্র হিসাবে নির্বাচন করে জেইই অ্যাডভান্সড এএটি-র আয়োজন করা হবে।
কাউন্সেলিং—
পরীক্ষায় উত্তীর্ণদের জয়েন্ট সিট অ্যালোকেশন অথরিটি (জোসা)-র ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। এর পর পরীক্ষায় উত্তীর্ণদের র্যাঙ্ক, পছন্দের প্রতিষ্ঠান এবং আসনসংখ্যার উপর নির্ভর তাঁদের জন্য আসন বরাদ্দ করা হবে।
আগামী বছর কখন পরীক্ষা—
২০২৬ সালে ৪ জুন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা চলবে।
রেজিস্ট্রেশনের দিনক্ষণ—
পরীক্ষার্থীদের https://jeeadv.ac.in -এর ওয়েবসাইটে গিয়ে ১ থেকে ২ জুনের মধ্যে নাম নথিভুক্ত করতে হবে। ফলঘোষণা পরীক্ষার ফল ঘোষণা করা হবে ৭ জুন বিকেলে।
আরও পড়ুন:
-
ইরকন ইন্টারন্যাশনালের একটি প্রকল্পের কর্মী প্রয়োজন, দেশের উত্তর পূর্ব অঞ্চলে হবে পোস্টিং
-
কলকাতা ডক সিস্টেমের জন্য কর্মী খুঁজছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, আবেদনের শেষ দিন কবে?
-
নাবার্ড অধীনস্থ সংস্থায় কর্মী প্রয়োজন, কোন পদে, কারা আবেদন করতে পারবেন?
-
কল্যাণীর এমস-এ নার্স প্রয়োজন, কেন্দ্রীয় মন্ত্রকের অর্থপুষ্ট কোন প্রকল্পে কাজ করতে হবে?