Advertisement
E-Paper

একইসঙ্গে কলা এবং বিজ্ঞানের নানা বিষয় পড়া যায় কোন পাঠক্রম থেকে? কোথায় পড়ানো হয়?

আন্তঃবিভাগীয় এই পাঠক্রম নতুন নয়। তবে একবিংশ শতাব্দীতে নতুন করে আবার দেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১৮:৩৮
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

জাতীয় শিক্ষানীতিতে প্রথাগত পঠনপাঠনের পাশাপাশি দক্ষতা বৃদ্ধির উপরেও জোর দেওয়া হয়েছে। কোর্স শেষে পেশাগত ক্ষেত্রে যাতে কোনও সমস্যার সম্মুখীন না হতে হয়, সে কথা ভেবেই উদ্যোগী কেন্দ্র। কিন্তু বিশেষজ্ঞেরা মনে করছেন, ভবিষ্যৎ কর্মক্ষেত্রে শুধুই দক্ষতানির্ভর হবে না, বরং কর্মীদের বিশ্লেষণী ক্ষমতাও থাকা প্রয়োজন। তাই বর্তমানে বেশ কিছু প্রতিষ্ঠানে পড়ানো হচ্ছে লিবারাল আর্টস।

পাঠক্রমটি কী?

আন্তঃবিভাগীয় এই পাঠক্রম নতুন নয়। তবে একবিংশ শতাব্দীতে নতুন করে আবার দেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে। মাত্র একটি নির্দিষ্ট বিষয়ে সীমাবদ্ধ নয়, নানা বিষয়ের সার্বিক ধারণা পাওয়া যায় লিবারাল আর্টস থেকে। পড়ুয়ারা একইসঙ্গে সমাজবিজ্ঞান এবং প্রযুক্তিভিত্তিক বিষয় সম্পর্কে পড়াশোনার সুযোগ পান।

কেন গুরুত্বপূর্ণ এই বিষয়?

বিশ্বায়িত যুগে প্রযুক্তিগত উন্নতির জন্য যে কোনও সংস্থায় দক্ষ কর্মী যেমন প্রয়োজন। তেমনি সংস্থায় কাজের ক্ষেত্রে যে কোনও সমস্যা দ্রুত এবং অভিনব উপায়ে সমাধানের জন্য সৃজনশীল ভাবনা এবং বিশ্লেষণী ক্ষমতাও প্রয়োজন। বহুমুখী এই বিষয় পড়ে কর্মীদের সংযোগস্থাপনের দক্ষতা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও তৈরি হয়।

কোর্স

পড়ুয়ারা লিবারাল আর্টস নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করে, বিএ বা বিএসসি অর্জন করতে পারেন। যদি স্নাতকে ‘মেজর’ হিসাবে কলা বিভাগের কোনও বিষয় এবং ‘মাইনর’ হিসাবে বিজ্ঞান বা প্রযুক্তির কোনও বিষয় পড়েন, তখন ডিগ্রিটি বিএ হবে। আবার যাঁদের বিজ্ঞানের কোনও বিষয়ে ‘মেজর’-এর পাশাপাশি কলা বিভাগের কোনও বিষয় ‘মাইনর’ রয়েছে, তাঁদের ডিগ্রি হবে বিএসসি।

স্নাতকোত্তরের ক্ষেত্রে পড়ুয়ারা যে বিষয়ে স্পেশ্যালাইজ় করবেন, তাঁর ভিত্তিতে এমএ বা এমএসসি ডিগ্রি অর্জন করতে পারবেন।

পড়ুয়ারা এর পর উচ্চশিক্ষার জন্য পিএইচডি-র করতে পারেন।

স্পেশ্যালাইজ়েশন

১। ইংরেজি

২। তুলনামূলক সাহিত্য

৩। ইতিহাস

৪। দর্শন

৫। শিল্পকলা (ফাইন আর্টস)

৬। মনোবিদ্যা

৭। অর্থনীতি

৮। রাষ্ট্রবিজ্ঞান

৯। আন্তর্জাতিক সম্পর্ক

১০। সমাজবিদ্যা

১১। নৃতত্ত্ববিদ্যা

১২। কম্পিউটার সায়েন্স

১৩। গণিত

১৪। পরিবেশ বিজ্ঞান

১৫। পাবলিক পলিসি

১৬। সাংবাদিকতা ও গণজ্ঞাপন

১৭। জেন্ডার স্টাডিজ়

১৮। আন্তর্জাতিক বাণিজ্য

কোথায় পড়ানো হয়?

১। দিল্লি বিশ্ববিদ্যালয়

২। আইআইটি গুয়াহাটি

৩। আইআইটি গান্ধীনগর

৪। আইআইটি দিল্লি

৫। আইআইটি বম্বে

৬। অশোক বিশ্ববিদ্যালয়

৭। আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়

৮। আইআইএম কোজ়িকোড়

৯। সেন্ট জেভিয়ার্স কলেজ, মুম্বই

১০। আইআইটি হায়দরাবাদ

কোথায় চাকরির সুযোগ?

বেসরকারি কর্পোরেট সংস্থা থেকে শুরু করে গণমাধ্যম, স্বেচ্ছাসেবী সংস্থা, বিজ্ঞাপনী সংস্থা, সরকারি সংস্থা এবং শিক্ষাক্ষেত্রে কাজের সুযোগ মেলে। পড়ুয়ারা শিক্ষক, সাংবাদিক, গবেষক, কপিরাইটার, ডেটা অ্যানালিস্ট, ডিজিটাল মার্কেটিং এগজ়িকিউটিভ -সহ নানা পদে চাকরি পেতে পারেন।

Liberal Arts Education Liberal Arts Course Liberal Arts Job Prospects
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy