Advertisement
১৩ জুলাই ২০২৪
Maitreyi college

কলেজে পড়াতে চান? বিভিন্ন বিভাগে প্রচুর শূন্যপদে অধ্যাপক নিয়োগ করতে চলেছে মৈত্রী কলেজ

ইংরেজি, হিন্দি, ইতিহাস, গণিত, ফিজিক্যাল এডুকেশন-সহ আরও বিভাগে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

 মৈত্রী কলেজ।

মৈত্রী কলেজ। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ মার্চ ২০২৩ ১৭:২৫
Share: Save:

অধ্যাপকের চাকরি খুঁজছেন, অথচ হদিস মিলছে না। তা হলে এক বার খোঁজ নিতে পারেন মৈত্রী কলেজে। সম্প্রতি একাধিক শূন্যপদে অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই প্রতিষ্ঠান।

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বোটানি, রসায়ন, কমার্স, কম্পিউটার সায়েন্স, ইকনমিক্স, ইংরেজি, হিন্দি, ইতিহাস, গণিত, ফিজিক্যাল এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান, পরিবেশবিদ্যা-সহ আরও বিভাগে নিয়োগ করা হবে।

বোটানিতে শূন্যপদ রয়েছে ৯টি, রসায়নে ৭টি, কমার্সে ৬টি, কম্পিউটার সায়েন্সে ৩টি, ইকনমিক্সে ৩টি, ইংরেজিতে ৯টি, হিন্দিতে ১২টি, ইতিহাসে ৬টি গণিতে ১২টি, রাষ্ট্রবিজ্ঞানে ১০টি-সহ আরও শূন্যপদ রয়েছে।

আবেদনের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বরে সংশ্লিষ্ট বিভাগে স্নাতকোত্তর হওয়া প্রয়োজন। পাশাপাশি, নেট উত্তীর্ণ হতে হবে।

আবেদন প্রক্রিয়া:

ইচ্ছুক প্রার্থীকে প্রথমে যেতে হবে মৈত্রী কলেজের ওয়েবসাইটে। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে আবেদনের জন্য বরাদ্দ টাকা। ১০ মার্চ আবেদন জানানোর শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে মৈত্রী কলেজের ওয়েবসাইটটি দেখতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE