Advertisement
E-Paper

নিট পিজি-সহ মেডিক্যালের একাধিক পরীক্ষার সূচি প্রকাশ করল ন্যাশনাল বোর্ড অফ এগজ়ামিনেশন

পরীক্ষার সম্ভাব্য সময় পরে প্রয়োজন অনুযায়ী পরিবর্তনও করা হতে পারে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৩ ১৭:২৮
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

দেশব্যাপী মেডিক্যালের বেশ কয়েকটি পরীক্ষার সম্ভাব্য সূচি প্রকাশ করল দ্য ন্যাশনাল বোর্ড অফ এগজ়ামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস)। বৃহস্পতিবার বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে পরীক্ষার সম্ভাব্য সময় পরে প্রয়োজন অনুযায়ী পরিবর্তনও করা হতে পারে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এনবিইএমএস-এর ওয়েবসাইট natboard.edu.in-এ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৪-এ পরীক্ষাগুলি হবে নিম্নলিখিত তারিখে।

  • ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট পোস্টগ্র্যাজুয়েট (নিট পিজি) হবে আগামী ৩ মার্চ।
  • ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েটস এগজ়ামিনেশন (এফএমজিই) হবে আগামী ২০ জানুয়ারি।
  • ডিএনবি/ ডক্টর ফাইনাল প্র্যাক্টিক্যাল এগজ়ামিনেশন-অক্টোবর ২০২৩ হবে আগামী জানুয়ারি/ ফেব্রুয়ারিতে।
  • ফরেন ডেন্টাল স্ক্রিনিং টেস্ট (বিডিএস) হবে আগামী ২০ জানুয়ারি।
  • নিট এমডিএস হবে ৯ ফেব্রুয়ারি।
  • এফইটি হবে ১৮ ফেব্রুয়ারি।
  • এনবিইএমএস ডিপ্লোমা প্র্যাক্টিক্যাল এগজ়ামিনেশন, ডিসেম্বর ২০২৩ হবে ফেব্রুয়ারি/ মার্চ ২০২৪।
  • ফরেন ডেন্টাল স্ক্রিনিং টেস্ট (এমডিএস ডিগ্রি এবং পিজি ডিপ্লোমা), ২০২৩ হবে আগামী ১৬ মার্চ।
  • এফএনবি এগজিট এগজ়াম হবে আগামী মার্চ বা এপ্রিল মাসে।
  • ডিএনবি/ ডক্টর ফাইনাল থিওরি এগজ়ামিনেশন হবে আগামী ২৪,২৫,২৬ এবং ২৭ এপ্রিল।
  • ডিএনবি পোস্ট ডিপ্লোমা সিইটি হবে আগামী ১৯ মে।
  • ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট টেস্ট হবে আগামী ৯ জুন।
  • এনবিইএমএস ডিপ্লোমা ফাইনাল এগজ়ামিনেশন হবে আগামী ১৩,১৪ এবং ১৫ জুন।
  • এফএমজিই হবে আগামী ৩০ জুন।
NBEMS NEET PG Medical Entrance Examination Medical Examination exam schedule
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy