চলতি বছরের জন্য মেডিক্যালের স্নাতকোত্তর স্তরে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা নিট পিজি (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট পোস্ট গ্র্যাজুয়েশন) স্থগিত করা হল। এমনই বিজ্ঞপ্তি প্রকাশ করল ন্যাশনাল বোর্ড অফ এগজ়ামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস)।
সুপ্রিম কোর্টের নির্দেশের কারণেই স্থগিত হল পরীক্ষা, এমনই মনে করছে শিক্ষা মহলের একাংশ। কারণ, সম্প্রতি সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, একটি পর্বে (শিফটে) পরীক্ষা নিতে হবে। পূর্ববর্তী দিনক্ষণ অনুযায়ী দু’টি পূর্বে (শিফটে) পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। একটি শিফটে পরীক্ষা নেওয়ার জন্য প্রয়োজন আরও বেশি পরীক্ষাকেন্দ্রের। সেগুলি এবং বাকি ব্যবস্থাপনা যতক্ষণ না পর্যন্ত ঠিক হচ্ছে, তত দিন পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে এনবিইএমএস।
পূর্ববর্তী বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বছর নিট পিজি হওয়ার কথা ছিল আগামী ১৫ জুন। যদিও সেই পরীক্ষা দু’টি পর্বে হওয়ার কথা ছিল। কম্পিউটারের মাধ্যমে বা সিবিটি-র মাধ্যমেই নেওয়া হয় নিট পিজি-র পরীক্ষা। এখন একটি পর্বে পরীক্ষা নেওয়ার জন্য বেশ কিছুটা সময়ের প্রয়োজন বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছে শিক্ষা মহলের একাংশ।
আরও পড়ুন:
প্রসঙ্গত, প্রতি বছরে মেডিক্যালের বিভিন্ন বিষয়ে এমডি/এমএস/পিজি ডিপ্লোমা/ডিএনবি-র জন্য নিট পিজি-র আয়োজন করা হয়। গত বছরই প্রথম বার একই দিনে দু’টি পর্বে এই পরীক্ষার আয়োজন করা হয়েছিল। পরীক্ষার্থীর সংখ্যা ছিল দু’লক্ষ। পরীক্ষার্থীরা https://natboard.edu.in/viewnbeexam?exam=neetpg# ওয়েবসাইটে গিয়ে নিট পিজি-র জন্য প্রয়োজনীয় যোগ্যতামান, পরীক্ষা নিয়মাবলি এবং সিলেবাস সম্পর্কিত তথ্য জানতে পারবেন।