Advertisement
E-Paper

গবেষণার কাজে সমাজ মাধ্যমকে কী ভাবে ব্যবহার করবেন? প্রশিক্ষণ দেবে শিলং-এর বিশ্ববিদ্যালয়

ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে গবেষণার জন্য তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের কাজ কী ভাবে করা সম্ভব, সেই সমস্ত বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ১২:১৫
NEHU Offers short term Course on Digital Tools and Technology in Research.

শিলং-এর বিশ্ববিদ্যালয় গবেষণার কাজে সমাজ মাধ্যম ব্য়বহারের কৌশল শেখাবে। প্রতীকী চিত্র।

সমাজ মাধ্যমের পাতায় নানা বিষয়ে লেখালেখি করা হয়। কোনও কোনও ক্ষেত্রে উপযুক্ত নথি-সহ গুরুত্বপূর্ণ তথ্য মেলে সেখানে। এই সব তথ্য, গবেষণার কাজে কি আদৌ ব্যবহার করা যেতে পারে? সমাজমাধ্যম থেকে পাওয়া তথ্য সঠিক কি না, তা যাচাই করবেন কী ভাবে? এই সবটাই বিশেষ কোর্সের মাধ্যমে শেখাবে শিলং-এর নর্থ-ইস্টার্ন হিল ইউনিভার্সিটি।

বিশ্ববিদ্যালয়ের মালবীয় মিশন টিচার ট্রেনিং সেন্টার (এমএমটিটিসি) এবং সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের যৌথ উদ্যোগে এই বিশেষ প্রশিক্ষণমূলক কোর্সটি করানো হবে। দেশের যে কোনও বিশ্ববিদ্যালয় বা কলেজে বিভিন্ন বিষয়ের শিক্ষকরা এই কোর্সটি করার সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের তরফে জানানো হয়েছে, এই কোর্সটি করার জন্য আলাদা করে কোনও বিশেষ বিষয়ে দক্ষতা থাকা আবশ্যক নয়। কোর্সের মাধ্যমে ডিজিটাল প্রযুক্তি, বিশেষত সমাজমাধ্যমকে ব্যবহার করে গবেষণার তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করার কৌশল শেখানো হবে। অনলাইন এবং অফলাইন— উভয় পদ্ধতিতে কোর্সের ক্লাস চলবে।

বিশ্ববিদ্যালয়ের তরফে আরও জানানো হয়েছে, এই কোর্সের মাধ্যমে অনলাইনে গবেষণার কাজে গতি আনতে প্রচলিত ডিজিটাল টুলের ব্যবহার সম্পর্কেও প্রার্থীদের সচেতন করা হবে। কৃত্রিম মেধাকে ব্যবহার করে ডেটাবেস তৈরি করা এবং তথ্য যাচাইয়ের বিষয়গুলি নিয়েও বিশেষজ্ঞরা চর্চা করবেন। এ ছাড়াও গবেষণার বিষয়বস্তু প্রকাশনার বিষয়েও প্রার্থীরা যাতে উৎসাহ পায়, সেই বিষয়টি নিয়েও আলোচনা চলবে।

সংশ্লিষ্ট কোর্সটিতে নাম নথিভুক্তকরণের জন্য কোনও ফি ধার্য করা হয়নি। তবে ক্লাসের জন্য বাছাই পর্ব সম্পূর্ণ হলে নির্দিষ্ট কোর্স ফি দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (nehu.ac.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নাম নথিভুক্ত করে নিতে পারেন। চলতি বছরের ৪ থেকে ৯ অগস্ট কোর্সটি করানো হবে। কোর্স সম্পূর্ণ হওয়ার পর যোগদানকারীরা শংসাপত্রও পাবেন।

Social Media Trending Research works
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy