কৃত্রিম মেধা এবং মেশিন লার্নিং নিয়ে অনলাইনে ক্লাস করা সম্ভব। এর জন্য বিজ্ঞান কিংবা ইঞ্জিনিয়ারিং শাখার কোনও বিষয়ে স্নাতক হলেই সংশ্লিষ্ট ক্লাসে ভর্তি হতে পারবেন। অনলাইনে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এই বিষয়ক বিশেষ কোর্স করাবে। প্রতিষ্ঠানের সেন্টার ফর কন্টিনিউয়িং এডুকেশনের তরফে এই কোর্সের ক্লাস করানো হবে।
কোর্সের মূল বিষয় কী?
ইঞ্জিনিয়ারিংয়ের কাজে মেশিন লার্নিং-এর বাস্তব প্রয়োগ কতটা সম্ভব? বিজ্ঞান-নির্ভর সমস্যার সমাধানে কৃত্রিম মেধা কতটা এগিয়ে? এই সমস্ত বিষয় নিয়ে বিশেষজ্ঞেরা আলোচনা করবেন। এ ছাড়াও তথ্য বিশ্লেষণ, প্রোগ্রামিং ল্যাঙ্গোয়েজ-এর খুঁটিনাটি নিয়েও কী ভাবে কাজ করা হয়ে থাকে, তা নিয়েও বিশেষজ্ঞেরা পড়াবেন। এ ক্ষেত্রে স্নাতকদের পাইথন প্রোগ্রামিং, মেশিন লার্নিং এবং কৃত্রিম মেধার গাণিতিক বিষয়গুলি শেখার আগ্রহ থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
স্নাতক ছাড়াও সরকারি কিংবা বেসরকারি সংস্থায় ডেটা অ্যানালিসিস কিংবা কৃত্রিম মেধা নিয়ে কাজ করছেন, তাঁরাও অনলাইনে ক্লাস করার সুযোগ পাবেন। চলতি বছরের ৯ অগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ক্লাস করানো হবে। ওই নির্দিষ্ট সময়ে যোগদানকারীরা প্রতি শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত ক্লাস করতে পারবেন।
প্রতিষ্ঠানের সেন্টার ফর কন্টিনিউয়িং এডুকেশনের ওয়েবসাইটে (cce.iisc.ac.in) গিয়ে কোর্স সম্পর্কে আরও তথ্য জেনে নিতে পারবেন। তবে, প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, কোর্স ফি হিসাবে ১০ হাজার টাকা এবং আবেদনমূল্য হিসাবে ৩০০ টাকা খরচ করতে হবে। অনলাইনে আবেদনের শেষ দিন ২৭ জুলাই।