Advertisement
E-Paper

যোগাযোগের মানোন্নয়নে মেশিন লার্নিংয়ের প্রভাব কতটা? শেখাবেন আইআইএসসি-র বিশেষজ্ঞেরা

মোবাইল টেলিকমিউনিকেশনের মানোন্নয়নের জন্য কৃত্রিম মেধার পাশাপাশি, মেশিন লার্নিংয়ের প্রযুক্তিও ব্যবহার করা হয়ে থাকে। এরই প্রয়োগ কৌশল সম্পর্কে ক্লাস করানো হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৫ ১৪:১৩
Experts will provide hands-on instruction on the impact of machine learning on improving 5G and 6G communication.

যোগাযোগের মানোন্নয়নে মেশিন লার্নিংয়ের প্রভাব নিয়ে হাতে কলমে শেখাবেন বিশেষজ্ঞরা। প্রতীকী চিত্র।

৪জি পেরিয়ে মোবাইল নেটওয়ার্কের সীমারেখা ৫জি, ৬জি পর্যন্ত পৌঁছেছে। বিপুল সংখ্যক ডিভাইসকে পরিষেবা দিতে এবং দ্রুত তথ্যের আদানপ্রদান করতে যোগাযোগ মাধ্যমের সঙ্গে জুড়েছে কৃত্রিম মেধা এবং মেশিন লার্নিংও। কথোপকথন কিংবা তথ্যের আদানপ্রদানের ক্ষেত্রে এই প্রযুক্তি কী ভাবে সহযোগিতা করে থাকে, সেই বিষয়গুলি নিয়ে চর্চা চলবে। ইঞ্জিনিয়ারিং শাখার বিভিন্ন বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি স্তরে পাঠরত পড়ুয়ারা তারই বিশেষ ক্লাস করার সুযোগ পাবেন।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি)-র সেন্টার ফর কন্টিনিউয়িং এডুকেশনের তরফে এই বিশেষ ক্লাস করানো হবে। প্রতিষ্ঠানের বিশেষজ্ঞেরা ৫জি এবং ৬জি ওয়্যারলেস কমিউনিকেশনে মেশিন লার্নিংয়ের প্রভাব ও প্রয়োগ সম্পর্কে শেখাবেন। অনলাইনে মোট ১৮ সপ্তাহ ধরে ক্লাস চলবে।

প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, যোগাযোগের ক্ষেত্রে শুধুমাত্র মেশিন লার্নিং কিংবা কৃত্রিম মেধা সম্পর্কে জ্ঞান ধারণ যথেষ্ট নয়। তাই বিশেষজ্ঞেরা পাইথন প্রোগ্রামিং, ওয়্যারলেস সিগন্যাল, সোর্স চ্যানেল কোডিংয়ের মতো খুঁটিনাটি বিষয়ও শেখাবেন। প্রতি সোমবার এবং বুধবার সকাল ৮টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ক্লাস চলবে।

অনলাইনে ক্লাসটি করতে আগ্রহীদের ২৭ জুলাইয়ের মধ্যে আবেদন জমা দিতে হবে। আবেদনের শর্তাবলি এবং কোর্স সম্পর্কিত বিষয়ে বিশদ জানতে আইআইএসসি-র সেন্টার ফর কন্টিনিউয়িং এডুকেশনের (cce.iisc.ac.in) ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।

পাঠরত পড়ুয়াদের পাশাপাশি, যাঁরা ওয়্যারলেস কমিউনিকেশন নিয়ে কাজ করেন, তাঁরাও এই কোর্স করার সুযোগ পাবেন। কোর্স ফি হিসাবে ১৫ হাজার টাকা এবং অ্যাপ্লিকেশন ফি হিসাবে ৩০০ টাকা অনলাইনে জমা দিতে হবে। ৪ অগস্ট থেকে ক্লাস শুরু হবে, চলবে ডিসেম্বর পর্যন্ত।

Online Courses 2025 IISC Bangalore
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy