কোয়ান্টাম ফিল্ড থিয়োরি পিএইচডি করতে চান? সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজ়িক্স এই সুযোগ দেবে। প্রতিষ্ঠানের তরফে ফিজ়িক্স, লাইফ সায়েন্সেস এবং কেমিক্যাল সায়েন্সেস শাখার একাধিক বিষয়ে পিএইচডি-র জন্য আবেদনের প্রক্রিয়া চলছে। আবেদনের শেষ দিন ৯ জুনের পরিবর্তে ২২ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
কোয়ান্টাম ম্যাগনেশিয়াম, টোপোলজিক্যাল সিস্টেমস, হাইড্রোডায়নামিক্স, ন্যানো-বায়োমেটিরিয়ালস কেমিস্ট্রি, ক্যানসার মেটাবলিজ়ম, আরএনএ মডিফিকেশন-এর মতো একাধিক বিষয় নিয়ে পিএইচডি করার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে যাঁরা পদার্থবিদ্যা, রসায়ন, লাইফ সায়েন্সেস কিংবা বায়োটেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, তাঁদের আবেদন গ্রহণ করা হবে। মোট আসন সংখ্যা ৪০।
আরও পড়ুন:
তবে, পদার্থবিদ্যা, রসায়ন কিংবা জীববিদ্যায় চার বছরের ব্যাচেলর অফ সায়েন্সের (বিএসসি) কোর্স সম্পূর্ণ করেছেন, তাঁরাও আবেদনের সুযোগ পাবেন। তবে, উভয় ক্ষেত্রেই ন্যাশনাল এলিজ়িবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। পিএইচডি-র জন্য বাছাই করা প্রার্থীদের জুনিয়র রিসার্চ ফেলোশিপের সুযোগও দেওয়া হবে।
অনলাইনে আগ্রহীদের ফর্ম পূরণের মাধ্যমে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজ়িক্সের বিভিন্ন বিভাগের অধ্যাপক এবং বিশেষজ্ঞদের অধীনে পিএইচডি-র কাজ সম্পূর্ণ করতে হবে। এই বিষয়ে বিশদ জানতে হলে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি (www.saha.ac.in) দেখে নিতে পারেন।