বিভিন্ন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর)। কলকাতায় ওই পদে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগ করা হবে। শূন্যপদ ৮টি।
নিযুক্তদের বায়োলজিক্যাল সায়েন্সেস, কেমিক্যাল সায়েন্সেস, ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, ফিজ়িক্যাল সায়েন্সেস, কম্পিউটেশনাল অ্যান্ড ডেটা সায়েন্সেস, হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস— এই বিভাগে কাজ করতে হবে।
আরও পড়ুন:
লাইফ সায়েন্সেস, বায়োসায়েন্সেস, বায়ো-কেমিস্ট্রি, কেমিক্যাল বায়োলজি, মাইক্রোবায়োলজি, বায়ো-ইঞ্জিনিয়ারিং, রসায়ন, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, পদার্থবিদ্যা, কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, ইকনোমিক্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের ন্যূনতম ৬০ শতাংশ নম্বর এবং তিন বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
নিযুক্তদের জন্য প্রতি মাসে ১ লক্ষ ০১ হাজার ৫০০ টাকা বেতন হিসাবে বরাদ্দ করা হয়েছে। তিন বছর পর ওই বেতন বৃদ্ধি পেয়ে ১ লক্ষ ৩১ হাজার ৪০০ টাকা হবে। আবেদনকারীদের বয়স ৬৫ বছরের মধ্যে হওয়া দরকার।
অনলাইনে আগ্রহীদের আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৩১ জুলাই। প্রতিষ্ঠানের তরফে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে আইআইএসইআর কলকাতার ওয়েবসাইটে (apply.iiserkol.ac.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।