ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সে (আইএসিএস) কর্মখালি। যাদবপুরের ওই গবেষণা সংস্থার তরফে প্রজেক্ট ফেলো অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। ওই পদে নিযুক্ত ব্যক্তিকে সংস্থার স্কুল অফ কেমিক্যাল সায়েন্সেসে কাজ করতে হবে। শূন্যপদ একটি।
কেমিক্যাল সায়েন্সেস বিষয়ে মাস্টার অফ সায়েন্স (এমএস) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। কেমিক্যাল বায়োলজি নিয়ে পূর্বে অন্তত এক বছরের গবেষণার অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
মোট ছ’মাসের চুক্তিতে নিযুক্তকে কাজ করতে হবে। এর জন্য প্রতি মাসে ১২ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনের শেষ দিন ১৮ জুন। ওই দিন সকাল ১১টা থেকে যাদবপুরের গবেষণা সংস্থায় ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। ওই দিন কোন কোন নথি সঙ্গে রাখতে হবে, তা জানতে হলে আইএসিএস-এর ওয়েবসাইটে (www.iacs.res.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।