রিসার্চ অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ করা হবে। সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউটে ওই পদের জন্য কর্মী প্রয়োজন। এই সংস্থাটি কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর অধীনস্থ। শূন্যপদ একটি।
বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি কিংবা বায়োলজিক্যাল সায়েন্সেস বিষয়ের মধ্যে যে কোনও একটিতে পিএইচডি সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে আবেদনকারীদের পূর্বে প্রোটিন প্রোডাকশন, বায়োপ্রসেসিং অফ সলিড ওয়েস্টস নিয়ে গবেষণার অভিজ্ঞতা থাকা আবশ্যক।
আরও পড়ুন:
ছ’মাসের চুক্তিতে নিযুক্তকে রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে কাজ করতে হবে। সংশ্লিষ্ট পদে অনূর্ধ্ব ৩৫ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন। নিযুক্তের জন্য প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৫৮ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। ২৭ জুন সকাল ৯টা থেকে প্রতিষ্ঠানের চেন্নাইয়ের দফতরে ইন্টারভিউ শুরু হবে। এই বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইট (www.clri.org)থেকে দেখে নিতে পারেন।