প্রাচীন ভারতীয় এবং বিশ্ব ইতিহাস নিয়ে স্নাতক স্তরে পড়তে চান? নাকি ভাষাবিজ্ঞানে (লিঙ্গুইস্টিকস) রয়েছে আগ্রহ? সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয় এমন বেশ কিছু বিষয় নিয়ে স্নাতক স্তরে পড়ার সুযোগ দিচ্ছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক পর্বে মোট ১০টি বিষয়ে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। নীচে বিষয় এবং আসন সংখ্যার তালিকা দেওয়া হল—
১. বাংলা: ৫২
২. ইংরেজি: ৫৮
৩. দর্শন: ৪৬
৪. প্রাচীন ভারতীয় এবং বিশ্ব ইতিহাস: ৫২
৫. লিঙ্গুইস্টিক্স: ২৮
৬. পালি: ২৪
৭. পাণিনি ব্যাকরণ, অদ্বৈত বেদান্ত এবং সাহিত্য: ৪১
৮. সংস্কৃত: ৪১
আরও পড়ুন:
উচ্চ মাধ্যমিক কিংবা সমতুল্য পরীক্ষায় ৫০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়ে দ্বাদশ উত্তীর্ণ হয়েছেন এমন প্রার্থীরা উল্লিখিত বিষয়ে স্নাতক স্তরে ভর্তি হওয়ার আবেদন জানাতে পারবেন। পালি, পাণিনি ব্যাকরণ, অদ্বৈত বেদান্ত এবং সাহিত্য বিষয়গুলি ‘ট্র্যাডিশনাল ওরিয়েন্টাল লার্নিং’-এর অধীনে পড়ানো হবে। ২০২৩ থেকে ২০২৪-এ দ্বাদশ উত্তীর্ণ হয়েছেন, এমন প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
ভর্তি হতে আগ্রহীদের অভিন্ন পোর্টালের মাধ্যমে উল্লিখিত বিষয় বেছে নিতে হবে। ওই পোর্টাল থেকেই আবেদন জমা দিতে হবে। অ্যাডমিশন ফি ৪,২৫০ টাকা ধার্য করা হয়েছে। ১৮ জুন থেকে ১ জুলাই পর্যন্ত ওই পোর্টাল চালু থাকবে।
আবেদন সম্পূর্ণ হলে ২৪ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে পড়ুয়াদের সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে নথি যাচাই করিয়ে নিতে হবে। ১ অগস্ট থেকে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।