Advertisement
E-Paper

চাকরির ইন্টারভিউ নিয়ে ভয়? ঠিকমতো কথা বলতে সমস্যা হয়? সমাধান বাতলে দেবেন বিশেষজ্ঞেরা

চাকরির ইন্টারভিউ কিংবা কোনও গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করতে গেলেই খেই হারিয়ে যাওয়ার সমস্যা নতুন নয়। তবে, সেই সমস্যার সমাধানও সম্ভব ক্রমাগত অভ্যাসের মাধ্যমে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ১৪:৫৭
Soft Skill Development Workshop in NITTTR Kolkata.

চাকরির ইন্টারভিউয়ে ঠিক কী ভাবে কথা বলা যেতে পারে, তারই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতীকী চিত্র।

বহুজাতিক সংস্থায় চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে ঘেমেনেয়ে একাকার! সব প্রশ্নের উত্তর জানলেও, ঘাবড়ে গিয়ে ভুলভাল হয়ে যাচ্ছে! অথচ স্কুল-কলেজের ক্লাসরুমে কথা বলতে কোনও দিন এমন বিপাকে পড়তে হয়নি— ইন্টারভিউয়ের সময় এমন সমস্যা নতুন নয়। এ বার সেই সমস্যা সমাধানেই এগিয়ে এসেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক অধীনস্থ শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ (এনআইটিটিটিআর)-এর কলকাতায় ‘কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট’-এর কর্মশালায় এই বিষয়ে স্নাতক স্তরে পাঠরত পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে। ১৬ থেকে ১৮ জুন প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কর্মশালাটি এনআইটিটিটিআর, কলকাতার ক্যাম্পাস চলবে।

Soft Skill Development Workshop in NITTTR Kolkata.

ইন্টারভিউয়ের সময় শব্দ হারিয়ে যাওয়ার সমস্যা নতুন নয়। প্রতীকী চিত্র।

চাকরির ইন্টারভিউ কিংবা কোনও গুরুত্বপূর্ণ প্রেজ়েন্টেশন দিতে গিয়ে খেই হারিয়ে যাওয়ার সমস্যা নতুন নয়। তবে, সেই সমস্যার সমাধানও সম্ভব ক্রমাগত অভ্যাস করলে। সেই বিষয়গুলিই প্রতিষ্ঠানের বিশেষজ্ঞেরা শেখাবেন। যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক স্তরে পাঠরতরা এই কর্মশালায় যোগদানের সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানের টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর হাবিবা হুসেন জানিয়েছেন, স্নাতক স্তরে পাঠরত পড়ুয়ারা এই কর্মশালায় যোগ দিতে পারবেন। চাকরির ইন্টারভিউয়ে ঠিক কী ভাবে কথা বলা যেতে পারে, কিংবা ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে কী কী বিষয় মাথায় রাখা প্রয়োজন— সফ্‌ট স্কিল গ্রুমিং-এর মাধ্যমে বিষয়গুলি সম্পর্কে তাঁদের ওয়াকিবহাল করা হবে।

ফি হিসাবে আগ্রহীদের দিতে হবে ১,০০০ টাকা। তাঁদের আবেদন অনলাইনে গ্রহণ করা হবে। আবেদনের শর্তাবলি জেনে নিতে হলে, এনআইটিটিটিআর, কলকাতার ওয়েবসাইটের (www.nitttrkol.ac.in) হোমপেজের ‘অ্যানাউন্সমেন্ট’ বিভাগে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। প্রতিষ্ঠানের এক আধিকারিক জানিয়েছেন, আবেদনের শেষ দিন ১৫ জুন হিসাবে নির্ধারিত হয়েছে। কর্মশালা শেষে যোগদানকারীদের শংসাপত্রও দেওয়া হবে।

Skill Development Programme 2025
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy