উত্তর পূর্ব ভারতের নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটিতে শুরু হয়েছে স্নাতক স্তরে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া। এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে।
আইন নিয়ে যে সমস্ত পড়ুয়া স্নাতক পড়তে চান, তাঁদের জন্য এই সুযোগ। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য শুরু হয়েছে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া। বিএএলএলবি পড়ার জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ উত্তীর্ণ হওয়া চাই। অবশ্যই সে ক্ষেত্রে অন্তত ৫০ শতাংশ নম্বর থাকতে থাকতে হবে। পাশপাশি কুয়েট ইউজি ( ন্যাশনাল টেস্টিং এজেন্সি দ্বারা আয়োজিত প্রবেশিকা পরীক্ষা) উত্তীর্ণ হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
আরও পড়ুন:
আবেদন কী ভাবে?
নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা চাই। পাশপাশি সাধারণ বিভাগের প্রার্থীদের ৮০০ টাকা এবং সংরক্ষিত বিভাগের প্রার্থীদের ৪০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। ১৬ অগস্ট পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে জানা যাবে।