Advertisement
০১ এপ্রিল ২০২৩
JEE Main

জয়েন্ট এন্ট্রান্স মেন দিচ্ছেন? প্রকাশিত হয়েছে দ্বিতীয় দিনের অ্যাডমিট কার্ড

২০২৩ বর্ষের প্রথম সেশনের জয়েন্ট এন্ট্রান্স মেনের দ্বিতীয় দিনের অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-এর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি।

প্রকাশিত হয়েছে অ্যাডমিট কার্ড।

প্রকাশিত হয়েছে অ্যাডমিট কার্ড। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৩ ১৮:২৬
Share: Save:

আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে জয়েন্ট এন্ট্রাস এগজাম (জেইই) মেন। জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ) সম্পূর্ণ পরীক্ষাটি আয়োজন করছে। ২০২৩ বর্ষের প্রথম সেশনের জয়েন্ট এন্ট্রান্স মেনের দ্বিতীয় দিনের অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে। যে সমস্ত শিক্ষার্থী পরীক্ষা দেবেন তাঁরা, এনটিএ-র ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ড।

Advertisement

অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য পরীক্ষার্থীদের জেইই মেন-এর জন্য নির্ধারিত ওয়েবসাইট jeemain.nta.nic.in-এ যেতে হবে।

এর পর হোমপেজ থেকে ‘সেশন ১’- যেতে হবে।

অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড দেওয়ার পরই অ্যাডমিট কার্ডটি দেখতে পেয়ে যাবেন পরীক্ষার্থীরা।

Advertisement

ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখা প্রয়োজন।

পরীক্ষার দিন পরীক্ষাকেন্দ্রে অ্যাডমিট কার্ড ছাড়া ঢোকা যাবে না বলেই জানানো হয়েছে এনটিএ-এর তরফ থেকে।

২০২৩ বর্ষের প্রথম সেশনের পরীক্ষা হবে ২৪,২৫, ২৯, ৩০, ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি। প্রতিদিন দু’টি পর্বে পরীক্ষা হবে। দেশের ২৯০টি শহরে এবং দেশের বাইরে ২৫টি শহরের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে jeemain.nta.nic.in— এই ওয়েবসাইটটি দেখুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.