Advertisement
২৫ সেপ্টেম্বর ২০২৩
UGC NET June 2023

জুনের ইউজিসি নেটের কোন বিষয়ের পরীক্ষা কখন? জানাল জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা

এই বছর ইউজিসি (ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন)-এর নেট পরীক্ষাটি মোট ৮৩টি বিষয়ের উপর নেওয়া হবে। পরীক্ষা হবে কম্পিউটারের মাধ্যমেই।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ জুন ২০২৩ ১৭:৩৫
Share: Save:

চলতি বছরের জুন মাসের ইউজিসি নেট (ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট)-এর বিস্তারিত সময়সূচি প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। যাঁরা এই পর্বের পরীক্ষার জন্য আবেদন করেছিলেন, তাঁরা পরীক্ষার জন্য নির্ধারিত ওয়েবসাইট ugcnet.nta.nic.in-এ গিয়ে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।

এই বছর ইউজিসি (ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন)-এর নেট পরীক্ষাটি মোট ৮৩টি বিষয়ের উপর নেওয়া হবে। পরীক্ষা হবে কম্পিউটারের মাধ্যমেই। আগেই জানানো হয়েছিল পরীক্ষা চলবে ১৩ জুন থেকে ১৭ জুন পর্যন্ত। ২টি পর্বে হবে এই পরীক্ষা। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার ‘সিটি ইন্টিমেশন স্লিপ’ অর্থাৎ কোন পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা হবে এবং অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে যথা সময়ে। পরীক্ষার দিন পড়ুয়াদের সঙ্গে রাখতে হবে তাঁদের অ্যাডমিট কার্ড।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমার্স এবং ফিজিক্যাল এডুকেশনের পরীক্ষা হবে ১৩ জুনের প্রথম পর্বে। ওই দিন দ্বিতীয় পর্বেও রয়েছে কমার্সের পরীক্ষা এবং একইসঙ্গে হবে লাইব্রেরি এবং ইনফরমেশন সায়েন্সের পরীক্ষা। ১৪ জুন প্রথম পর্বে হবে হোম সায়েন্স এবং ইংরেজি পরীক্ষা। দ্বিতীয় পর্বে হবে ইংরেজি এবং সংস্কৃত পরীক্ষা। পরদিন অর্থাৎ ১৫ জুন প্রথম পর্বে রয়েছে পলিটিক্যাল সায়েন্স এবং সাইকোলজি এবং দ্বিতীয় পর্বে হবে পলিটিক্যাল সায়েন্স এবং এনভায়রনমেন্টাল সায়েন্সেসের পরীক্ষা। ১৬ জুন প্রথম পর্বে হবে ইতিহাস এবং ম্যানেজমেন্টের বিভিন্ন বিষয়ের পরীক্ষা। ইতিহাস এবং আইনের পরীক্ষা হবে দ্বিতীয় পর্বে। শেষ দিন অর্থাৎ ১৭ জুন প্রথম পর্বে রয়েছে হিন্দি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন এবং দ্বিতীয় পর্বে রয়েছে হিন্দি এবং সোশিয়োলজি বা সমাজবিদ্যার পরীক্ষা।

প্রতি বছরই জুন ও ডিসেম্বর মাসে ইউজিসি নেট পরীক্ষাটির আয়োজন করা হয়। পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)। দেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ’ প্রদান এবং ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ নিয়োগের জন্য পরীক্ষাটি নেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE