বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া নির্বিঘ্নে মিটল এ বছরের মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা। মোবাইল-স্মার্ট ওয়াচ নিয়ে ধরা পড়া, হাসপাতাল থেকে পরীক্ষা দেওয়া, পরীক্ষা চলাকালীন প্রসববেদনা, মাদক কারবারিদের হামলা, ভুয়ো পরীক্ষার্থী— এমন টুকরো টুকরো ঘটনা ঘটলেও সার্বিক ভাবে প্রথম ভাষার পরীক্ষা মিটল সুষ্ঠু ভাবেই।
প্রশ্নফাঁস রুখতে কড়া ব্যবস্থা
প্রশ্নফাঁস রুখতে গত বছর থেকেই মাধ্যমিকের প্রশ্নপত্রে ব্যবহার করা হচ্ছে কিউআর কোড। তবে এই বছর আরও একটি বিষয় প্রশ্নপত্রে যুক্ত করেছে পর্ষদ। প্রশ্নপত্রে উল্লম্ব ভাবে সিরিয়াল নম্বর-সহ ‘ওয়াটার মার্ক’ রাখা হয়েছে। এর ফলে কেউ কিউআর কোড ঢেকে ছবি তোলার চেষ্টা করলেও ‘ওয়াটার মার্ক’-র সাহায্যে ধরা পরে যাবে। কলকাতা-সহ চারটি সেন্টার থেকে মাধ্যমিকের প্রশ্নপত্র বণ্টন করা হচ্ছে। পাশাপাশি এই বছর জেলাওয়ারি প্রশ্নের ক্রমবিন্যাস বদলও করা হয়েছে।
মোবাইল- স্মার্ট ওয়াচ নিয়ে পরীক্ষাকেন্দ্রে
পর্ষদের কড়া নির্দেশিকা সত্ত্বেও মাধ্যমিকের প্রথম দিনই মোবাইল ফোন নিয়ে ধরা পড়ল এক পরীক্ষার্থী। আলিপুরদুয়ারের নিউটাউন গার্লস-র ওই পড়ুয়ার পরীক্ষা বাতিল হয়েছে। অন্য দিকে, হাওড়ার বালি শান্তিরাম বিদ্যালয়ের এক পরীক্ষার্থীর কাছে মেলে স্মার্ট ওয়াচ। তারও পরীক্ষা বাতিল করা হয়েছে। দু’জন এ বছর মাধ্যমিকের আর কোনও পরীক্ষা দিতে পারবে না।
ধৃত ভুয়ো পরীক্ষার্থী
হুগলির চণ্ডীতলায় গরলগাছি বালিকা বিদ্যালয়ে বোনের হয়ে পরীক্ষা দিতে এসে ধরা পড়েন দিদি! কলেজ পড়ুয়া ওই তরুণীকে গ্রেফতার করা হয়েছে। এ ক্ষেত্রেও ওই পরীক্ষার্থী এ বছর আর মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না। অন্য দিকে, হাওড়ার রামনারায়ণ বসু হাইস্কুলে ভুয়ো অ্যাডমিট কার্ড নিয়ে ধরা পড়ে এক জন। পরীক্ষা করে দেখা যায়, পরীক্ষার্থী হিসাবে ওই কিশোরের নাম নথিভুক্তই নেই। পরে ওই কিশোরকে পুলিশ ছেড়ে দিয়েছে।
আরও পড়ুন:
সমাজমাধ্যমে ছড়াল ভুয়ো প্রশ্নপত্রের ছবি
সোমবার সমাজমাধ্যম (ইনস্টাগ্রাম)-এ দু’টি প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে। দেখা যায়, একটি টেস্ট পেপারের এবং অন্যটি গত বছরের প্রশ্ন। ঘটনায় বিধাননগর পূর্ব থানা এবং কলকাতা পুলিশে অভিযোগ দায়ের হয়েছে।
হাসপাতাল থেকে পরীক্ষা
মুর্শিদাবাদের কান্দির রাজা মণীন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন প্রসববেদনা ওঠে এক পরীক্ষার্থীর। স্কুল কর্তৃপক্ষ এবং পুলিশের সহযোগিতায় তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকেই পরীক্ষা দেয় ওই ছাত্রী। এ ছাড়াও কলকাতার এক জন, মুর্শিদাবাদের ছ’জন এবং বারাসতের পাঁচ জন-সহ রাজ্য জুড়ে ৫৫ জন পরীক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছে। অন্য দিকে, রবিবার মাদক কারবারিদের হামলায় জখম হয় শিলিগুড়ির ৪ নম্বর ওয়ার্ডের গোয়ালাপট্টির বাসিন্দা দুই মাধ্যমিক পরীক্ষার্থী। তারাও হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছে।