যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)-এ গবেষণাধর্মী কাজের জন্য কর্মী প্রয়োজন। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের গবেষণা প্রকল্পে কাজের সুযোগ পাবেন বিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষিতেরা। গবেষণার কাজে আগ্রহীরা যোগদানের জন্য অনলাইনে আবেদন জানাতে পারেন।
প্রতিষ্ঠানে ন্যানোফ্যাব্রিকেশন অ্যান্ড গ্যাস সেন্সরস নিয়ে গবেষণার কাজ হবে। প্রতিষ্ঠানের নিজস্ব অর্থেই সম্পন্ন হবে প্রকল্পের কাজ। এর জন্য নিয়োগ হবে রিসার্চ অ্যাসোসিয়েট পদে। শূন্যপদ একটি। প্রাথমিক ভাবে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে ছ’মাস। এর পর তাঁর কাজের দক্ষতার ভিত্তিতে এই মেয়াদ এক বছর বা তার বেশি সময় পর্যন্ত বাড়ানো হতে পারে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৩৪ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্ত ব্যক্তিকে প্রতিষ্ঠানের নির্ধারিত নিয়ম মেনে প্রতি মাসে সাম্মানিক দেওয়া হবে।
আরও পড়ুন:
আবেদনকারীদের পদার্থবিদ্যা বা রসায়নে পিএইচডি থাকতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট গবেষণার বিষয় বা সম্পর্কিত বিষয়ে গবেষণার পূর্ব অভিজ্ঞতাও থাকতে হবে। এ ছাড়াও রয়েছে যোগ্যতার অন্য মাপকাঠি, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
আগ্রহীরা এর জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারবেন। আগামী ১৯ অগস্ট আবেদনের শেষ দিন। এ বিষয়ে বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।