কেন্দ্রীয় প্রকল্পে কাজ করার সুযোগ দিচ্ছে যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)-এ। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের অধীন একটি স্কুলের জন্য গবেষক নিয়োগ করা হবে। আগ্রহীরা এ জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের স্কুল অফ কেমিক্যাল সায়েন্সেস-এর জন্য এই নিয়োগ। গবেষণার কাজ হবে ‘মলিকিউলার মডিউলেশন অফ ব্যাকটেরিয়াল ভিরুলেন্স জিন এক্সপ্রেশন টু কমব্যাট অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্টেন্স’-এর মতো বিষয়ে। গবেষণা প্রকল্পের কাজে অর্থ সাহায্য করবে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।
প্রকল্পের জন্য নিয়োগ হবে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট পদে। শূন্যপদ একটি। নিযুক্ত ব্যক্তিকে প্রথমে ছ’মাস কাজের সুযোগ দেওয়া হবে। যদিও পরবর্তীকালে সেই মেয়াদ বাড়ানো হতে পারে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়সসীমা উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে। নিযুক্ত ব্যক্তিকে প্রতিষ্ঠানের নিয়ম মেনেই সাম্মানিক দেওয়া হবে।
আবেদনকারীদের বায়োটেকনোলজিতে স্নাতকোত্তরে ফার্স্ট ক্লাস থাকতে হবে। এ ছাড়া তিন থেকে চার বছরের গবেষণার অভিজ্ঞতাও থাকতে হবে।
আগ্রহীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে জীবনপঞ্জি-সহ আবেদন জানাতে পারবেন। আগামী ১৯ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। এর পর অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। ইন্টারভিউ হবে ২৪ সেপ্টেম্বর। এ বিষয়ে বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।