পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে কর্মখালি। চলতি শিক্ষাবর্ষের জন্য প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ করা হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের জন্য গেস্ট ফ্যাকাল্টি বা অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। তাঁদের সাঁওতালি মাধ্যমে ইতিহাস পড়াতে হবে। বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়নি।
আরও পড়ুন:
আবেদনকারীদের ইতিহাসে স্নাতকোত্তর স্তরে ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। থাকতে হবে ইউজিসি নেট বা সেট উত্তীর্ণ হওয়ার যোগ্যতা। পারদর্শিতা প্রয়োজন সাঁওতালি ভাষায়। নিযুক্তদের রাজ্য সরকারি নিয়ম মেনেই পারিশ্রমিক দেওয়া হবে।
আগ্রহীরা জীবনপঞ্জি-সহ নানা নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ৭ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টা থেকে নিয়োগের ইন্টারভিউ আয়োজন করা হবে বিশ্ববিদ্যালয়ে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।