আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিভাগে গবেষণাধর্মী কাজ হবে। দু’টি আন্তর্জাতিক সংস্থা যৌথ ভাবে গবেষণা প্রকল্পের জন্য অর্থ সহায়তা করবে। সেই প্রকল্পের জন্যই গবেষক প্রয়োজন। প্রতিষ্ঠানের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
সংশ্লিষ্ট গবেষণা প্রকল্পটির নাম— ‘অ্যাপ্লায়িং ফ্লোকুয়েট অসিলেশন টু টোপোলজিক্যাল ইনসুলেটর ফর ইনফ্রারড ডিটেক্টর অ্যান্ড ফোকাল প্লেন অ্যারে’। প্রকল্পটি জাপানের এশিয়ান অফিস অফ এরোস্পেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড এবং আমেরিকার এয়ার ফোর্স রিসার্চ ল্যাবরেটরির তত্ত্বাবধানে চালিত।
প্রজেক্ট অ্যাসোসিয়েট-১ পদে নিয়োগ হবে। শূন্যপদ রয়েছে দু’টি। নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে ২০২৬-এর ১৭ অগস্ট পর্যন্ত। এর পর তাঁদের দক্ষতার উপর নির্ভর করে এই মেয়াদ আরও এক বছর বাড়ানো হতে পারে। নিযুক্তদের সাম্মানিক হবে মাসে ৩০,০০০ টাকা। এ ছাড়া দেওয়া হবে বাড়িভাড়া বাবদ ভাতাও।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট প্রকল্পে আবেদনের জন্য প্রার্থীদের বয়সসীমার উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে। প্রার্থীকে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর হতে হবে।
আবেদনকারীদের জীবনপঞ্জি-সহ অন্য প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১০ অক্টোবর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের পরে সংশ্লিষ্ট পদে গবেষক নিয়োগ করা হবে। বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে ১৫ অক্টোবর। এ বিষয়ে বিশদ জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।