সোমবার, মহালয়ার পরের দিনই শেষ হল উচ্চমাধ্যমিকের প্রথম পর্বের পরীক্ষা। ফলপ্রকাশ হবে পুজোর পরই, জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
গত ৮ সেপ্টেম্বর শুরু হয়েছিল পরীক্ষা। এই প্রথম সেমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আয়োজন করা হয়। এ দিন সাংবাদিক বৈঠকে সংসদের তরফে দাবি করা হয়, বিচ্ছিন্ন কিছু ঘটনা বাদ দিলে পরীক্ষা মোটের উপর সফল। উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লক্ষ ৬০ হাজার ৩৪৩ জন। ছাত্র ২ লক্ষ ৯০ হাজার ৪০৭ জন এবং ছাত্রী ৩ লক্ষ ৬৯ হাজার ৯৩৫ জন। মেয়েদের তুলনায় ৭৯ হাজার ৫২৮ জন বেশি ছেলে এ বারের পরীক্ষা দিয়েছে এ বার। শতাংশের নিরিখে ৯৮.৪২।
অনুপস্থিত ছিল ১.৫৮ শতাংশ পরীক্ষার্থী। সংখ্যার হিসাবে ১০,৪৩৭ জন। গত ১১ বছরে এমন নজির আর দেখা যায়নি। ২০১৪ সালের পর এ বছরই প্রথম অনুপস্থিতির হার এত কম। এ বছর মোট পরীক্ষার্থীর মধ্যে ৫৪ জন অসুস্থ অবস্থায় পরীক্ষা দিয়েছে। বিশেষ ভাবে সক্ষম পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫১০।
সোমবারের সাংবাদিক বৈঠকে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “ভরা বর্ষায় প্রথম বার সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষার আয়োজনের জটিলতা নিয়ে আমরা সচেতন ছিলাম। এই প্রথম পরীক্ষার্থীদের সমস্ত তথ্য ডিজিটাল সিস্টেমে নথিবদ্ধ করা হয়েছে। সব মিলিয়ে দেশের মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি বলেই মনে হয়।”
এ বার নিরাপত্তার কড়াকড়িও ছিল যথেষ্ট। সংসদ জানিয়েছে, মাত্র দু’জন পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মোবাইল-সহ ধরা পড়েছে। হাওড়ার জগদ্বল্লভপুর হাই স্কুল এবং নদিয়ার রাউতারি হাই স্কুলে পরীক্ষা দিতে আসা ওই দুই ছাত্রের পরীক্ষাই বাতিল হয়েছে। অন্য দিকে, কম্পিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষার দিন সন্তোষপুর ঋষি অরবিন্দ বালিকা বিদ্যাপীঠ-এ একজন পরীক্ষার্থীর অভব্য আচরণের জন্য তার ‘আরএ’ করা হয়।
হিসাব বলছে, এ ধরনের ঘটনার সংখ্যাও কমেছে। ২০২৪ সালের উচ্চ মাধ্যমিকে মোট ৪১জন ধরা পড়েছিল মোবাইল-সহ। ২০২৫-এর (বার্ষিক পদ্ধতির) পরীক্ষায় সংখ্যাটা ছিল ৮। অন্য দিকে ২০২৪-এ ১৪১ জন এবং ২০২৫-এ ২৮৮জন পরীক্ষার্থীর খাতা ‘আরএ’ হয়েছিল।
তবে, অঘটনও ঘটেছে। মালদহে ইংরেজি পরীক্ষার দিন মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হয় রতুয়া হাইস্কুলের দুই ছাত্রের।
শেষ দিনে, জীববিদ্যার পরীক্ষায় দু’টি প্রশ্ন ভুল থাকার অভিযোগ ওঠে। সে বিষয়টি স্বীকার করে নিয়েছেন বোর্ড সভাপতি। ওএমআর শিট-এ পরীক্ষা প্রসঙ্গেও তাঁর দাবি, “ছাত্রছাত্রীরা খুশি। প্রায় ৩৮-৩৯ লক্ষ ওএমআর শিট ছিল।” ওএমআর শিটে পরীক্ষা নিয়ে আগামী ২৫ সেপ্টেম্বর আঞ্চলিক অফিসের সেক্রেটারিদের সঙ্গে আলোচনার কথাও জানান তিনি।
বোর্ড সভাপতি জানিয়েছেন, প্রথম পর্বের ফল ঘোষণা করা হবে পুজোর পর, ৩১ অক্টোবরের মধ্যে। অনুত্তীর্ণেরা উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে। উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত মেধাতালিকা ঘোষণা করা হবে এই দুই সেমেস্টারের ফলাফলের ভিত্তিতে।