গবেষণা কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তরফে। সোমবার এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জারি করা হয়েছে নিয়োগ-বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রকল্পের কাজের জন্য অর্থ সহায়তা করবে কেন্দ্রীয় সংস্থা। পড়ুয়ারা এ জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের জীবনবিজ্ঞান বিভাগে ফুসফুসের ক্যানসার নিয়ে গবেষণা প্রকল্পের কাজ হবে। এটি কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর অর্থপুষ্ট।
প্রকল্পে একজন প্রজেক্ট ফেলো প্রয়োজন। প্রথমে তাঁকে অস্থায়ী ভাবে পাঁচ মাস প্রকল্পের কাজ করতে হবে। এর পর কর্মদক্ষতার ভিত্তিতে এই মেয়াদ বাড়িয়ে পাঁচ বছর পর্যন্ত করা হবে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বায়োলজিক্যাল সায়েন্সেস বা লাইফ সায়েন্সেস-এ ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। নেট জেআরএফ (জুনিয়র রিসার্চ ফেলো) যোগ্যতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে।
আগ্রহীদের জীবনপঞ্জি-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। এর পর সংশ্লিষ্ট পদে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে আগামী ৫ ডিসেম্বর দুপুর ১২টা থেকে। ওই দিনও প্রার্থীদের সমস্ত নথি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।