জাতীয় শিক্ষানীতি মেনে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চালু হয়েছে ইন্টারডিসিপ্লিনারি কোর্স। হায়দরাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি)-তেও ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞান-এর ইন্টারডিসিপ্লিনারি পিএইচডি-র সুযোগ রয়েছে। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, এ জন্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি প্রোগ্রামের তরফে পিএইচডি কোর্স করানো হবে। গবেষকদের পাঁচ বছরের মধ্যে কোর্স শেষ করতে হবে। মোট ছ’টি ইন্টারডিসিপ্লিনারি বিষয়ে পিএইচডি করা যাবে। এর মধ্যে রয়েছে— আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পিউটিং, কমিউনিকেশনস অ্যান্ড নেটওয়ার্কস, বায়োইঞ্জিনিয়ারিং অ্যান্ড হেল্থকেয়ার, এনার্জি এনভায়রনমেন্ট ক্রিয়েটিভ ডিজ়াইন ম্যানেজমেন্ট, নভেল মেটিরিয়ালস অ্যান্ড কম্পিউটেশনাল টেকনিকস, সফট অ্যান্ড অ্যাক্টিভ ম্যাটার অ্যান্ড মেকানিক্স অফ মেটিরিয়ালস এবং রোবোটিক্স বায়োমিমেটিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন।
আরও পড়ুন:
প্রতি বিষয়ে পিএইচডি-র জন্য যোগ্যতার আলাদা যোগ্যতামান রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে। সংশ্লিষ্ট প্রোগ্রামে পড়ুয়াদের ভর্তির যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিতদের ২৫০ টাকা এবং অসংরক্ষিতদের ৫০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। এ বিষয়ে সবিস্তার জানা যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে।