একশোর বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বিজ্ঞপ্তি দিয়ে সম্প্রতি জানানো হয়েছে রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কের তরফে। জানানো হয়েছে, নানা বিভাগে একাধিক পদমর্যাদায় কর্মী প্রয়োজন। এ জন্য আগ্রহীরা আবেদন জানাতে পারবেন অনলাইনে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৭ নভেম্বর থেকে।
ব্যাঙ্কের তরফে নিয়োগ করা হবে চিফ ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, ম্যানেজার এবং ল অফিসার পদে। মোট শূন্যপদের সংখ্যা ১১১। স্কেল ২, ৩ এবং ৪-এর নানা পদে নিযুক্তদের বেতনক্রম ৬৪,৮২০ থেকে ৯৩,৯৬০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ১,০২,৩০০ থেকে ১,২০,৯৪০ টাকা।
আরও পড়ুন:
পদ অনুযায়ী প্রার্থীদের জন্য বয়স ২৮ থেকে ৩৭ বছর, ২৭ থেকে ৩৮ বছর এবং ২৫ থেকে ৩৪ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। পদের ভিত্তিতে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি থাকতে হবে পেশাগত অভিজ্ঞতাও। যা বিজ্ঞপ্তিতে সবিস্তার জানানো হয়েছে।
প্রার্থীদের নিয়োগের যোগ্যতা মূল্যায়ন করা হবে অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। এ জন্য চাকরিপ্রার্থীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনমূল্যের পরিমাণ সংরক্ষিতদের জন্য ১৭৫ টাকা এবং অসংরক্ষিতদের জন্য ৮৫০ টাকা। আগামী ৩০ নভেম্বর আবেদনের শেষ দিন। বাকি তথ্য জানতে ব্যাঙ্কের ওয়েবসাইট দেখে নিতে হবে।