কোচবিহার জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে চাকরির সুযোগ। জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে জাতীয় প্রকল্পে কাজের জন্য কর্মী প্রয়োজন। এ জন্য জেলার প্রশাসনিক ওয়েবসাইটে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, আগ্রহীদের অনলাইন এবং অফলাইনে আবেদন জানাতে হবে।
জেলায় নিয়োগ হবে এপিডেমোলজিস্ট, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ল্যাব টেকনিশিয়ান, মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স, কমিউনিটি হেল্থ অ্যাসিস্ট্যান্ট, কনসালট্যান্ট কোয়ালিটি মনিটরিং (ফেসিলিটি) পদে। মোট শূন্যপদ ২৯টি।
বেশিরভাগ পদে আবেদনকারীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। কিছু পদে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৬৫ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পদ অনুযায়ী, নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ১৩,০০০ টাকা থেকে ৩৫,০০০ টাকা।
আরও পড়ুন:
প্রতি পদে আবেদনকারীদের জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে। নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে তাঁদের শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা, কম্পিউটার পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে।
চাকরিপ্রার্থীদের স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র-সহ অন্য নথি নিয়ে জানাতে হবে। আবেদনমূল্যের পরিমাণ সংরক্ষিতদের জন্য ৫০ টাকা এবং অসংরক্ষিতদের ১০০ টাকা জমা দিতে হবে। আগামী ২৬ নভেম্বর আবেদনের শেষ দিন। এর পর আবেদনপত্র-সহ বাকি নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠাতে হবে। আগামী ২৭ নভেম্বর নথি পাঠানোর শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।