জঙ্গি হানা, শিক্ষকদের চাকরি চলে যাওয়া! সাম্প্রতিক সমস্ত পরিস্থিতি নিয়েই ওয়াকিবহল জয়নগরের রাহুল রিক্তিরাজ। চলতি বছর মাধ্যমিকের মেধাতালিকায় দশমে নাম রয়েছে তার। দক্ষিণ ২৪ পরগনার মজিলপুর জেএম ট্রেনিং স্কুল থেকে উত্তীর্ণ হয়েছে মাধ্যমিক।
পরিবার চায় রাহুল চিকিৎসক পেশা বেছে নিক। কিন্তু তার স্বপ্ন উদ্যোগপতি হওয়ার। রাহুল বলে, ‘‘উদ্যোগপতি হতে চাই। দেশের অর্থনীতি ফেরানোই আমার মূল লক্ষ্য। যদিও মা চায় আমি চিকিৎসক হই, কিন্তু আমি আমার সিদ্ধান্তে অনড়।’’
৭০০-র মধ্যে ৬৮৬-তে খুশি নয় রাহুল। আরও ভাল ফলের আশায় ছিল সে। বরাবরই ক্লাসে প্রথম হয়েছে। ওই স্কুল থেকে আগেও এক শিক্ষার্থী মাধ্যমিকের মেধাতালিকায় স্থান পেয়েছিল।
আরও পড়ুন:
সাম্প্রতিক জঙ্গি হানা, শিক্ষকদয়ের চাকরি চলে যাওয়া—সবকিছু নিয়েই ওয়াকিবহল রাহুল। তার কথায়, আমরা শান্তির পক্ষে। আর যারা শান্তিকে বিকৃত করে, তারা মানবতার শত্রু।’’ আজকের এই ফলাফলের কৃতিত্ব পরিবারের পাশাপাশি শিক্ষকদেরও দিয়েছে সে। কিছুদিন আগেই শিক্ষকদের চাকরি চলে যাওয়া নিয়ে রাহুল বলে, ‘‘সমাজে শিক্ষকতার সম্মান সর্বোচ্চ হওয়া উচিত। যাঁরা ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করেন, তাঁদের প্রতি আরও সম্মান দেখানো দরকার।’’
মাধ্যমিকে প্রথম তিন।
উল্লেখ্য, ২ মে, শুক্রবার প্রকাশিত হল ২০২৫-এর মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এ বার ৬৯ দিনের মাথায় ফলপ্রকাশ করা হয়েছে। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি। শেষ হয় ২২ ফেব্রুয়ারি। পরীক্ষার্থী ছিল ন’লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ছিল ন’লক্ষ ১৩ হাজার ৮৮৩ জন। পাশের হার ৮৬.৫৬ শতাংশ। যা গত বছরের তুলনায় বেশি। প্রথম দশে রয়েছে ৬৬ জন পরীক্ষার্থী। মাধ্যমিকে প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের আদৃত সরকার। তার প্রাপ্ত নম্বর ৬৯৬, শতাংশের নিরিখে ৯৯.৪৬ শতাংশ । যুগ্ম দ্বিতীয় অনুপম বিশ্বাস এবং সৌম্য পাল। তাদের প্রাপ্ত নম্বর ৬৯৪। তৃতীয় হয়েছে ঈশাণী চক্রবর্তী, তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৩। পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর (৯৬.৪৬%)। তার পর যথাক্রমে কালিম্পং, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর রয়েছে।