‘শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন কলেজ অফ জুরিডিক্যাল স্টাডিজ়’ আইন পড়ার সুযোগ দিচ্ছে। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বিএএলএলবি এবং এলএলবি কোর্সে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। বিএএলএলবি পাঁচ বছরের কোর্স। ২ লক্ষ ৬৬ হাজার টাকা দিতে হবে সম্পূর্ণ কোর্সটির জন্য। তবে, এই টাকা একেবারে নয়, ২৫ হাজার টাকা করে প্রতি সেমেস্টার পিছু জমা দিতে হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। ৪৫ শতাংশ নম্বর-সহ পাশ করতে হবে। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে। এলএলবি কোর্সটি তিন বছরের। ১২০ জন পড়ার সুযোগ পাবেন। ১ লক্ষ ৮১ হাজার টাকা কোর্সমূল্য। সেমেস্টার পিছু ২৭,৫০০ টাকা করে দিতে হবে। যে কোনও বিষয়ে স্নাতক যোগ্যতাসম্পন্নেরা আবেদন করতে পারবেন।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানার জন্য বিজ্ঞপ্তিতে দেওয়া ফোন নম্বরেও যোগাযোগ করা যেতে পারে।