চলচ্চিত্র তৈরির নানা বিষয় নিয়ে পড়ার সুযোগ দিচ্ছে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ডিরেকশন অ্যান্ড স্ক্রিন প্লে রাইটিং, সিনেমাটোগ্রাফি, ফিল্ম এডিটিং, ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সাউন্ড রেকর্ডিং অ্যান্ড ডিজ়াইনিং এবং অ্যানিমেশন সিনেমা নিয়ে পড়ার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান। সব ক’টি বিষয়েই দু’বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারবেন আগ্রহীরা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হওয়া চাই। তবে প্রতিষ্ঠান আয়োজিত প্রবেশিকায় উত্তীর্ণ হতে পারলেই মেধাতালিকার ভিত্তিতে সুযোগ মিলবে।
আরও পড়ুন:
আবেদন করা যাবে কী ভাবে?
সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ৪ ফেব্রুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। প্রবেশিকায় উত্তীর্ণ হতে পারলেই মেধাতালিকার ভিত্তিতে ভর্তি হওয়া যাবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে এসআরএফটিআই-র ওয়েবসাইটটি দেখে নিতে হবে।