সুপ্রিম কোর্টে দেওয়া হলফনামা মেনে ৭ জানুয়ারি ২০২৬ একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করতে পারছে না স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। ফলে গোটা নিয়োগ প্রক্রিয়া আরও খানিকটা পিছিয়ে যেতে চলেছে।
জানা গিয়েছে, কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনেই ফের ইন্টারভিউ নিতে হবে এসএসসি-কে। তাই, মেধাতালিকা প্রকাশে খানিক বিলম্ব হবে। কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, “আদালতের নির্দেশ মেনে ১৫০ জন চাকরিপ্রার্থীর তথ্য যাচাই করে ইন্টারভিউ নিতে হবে। এই প্রক্রিয়া সম্পূর্ণ হলেই মেধাতালিকা প্রকাশ করা যাবে।”
আরও পড়ুন:
গত ১৬ ডিসেম্বর হাই কোর্টের তরফ থেকে এসএসসিকে নির্দেশ দেওয়া হয়, যাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে ক্যাটাগরি আপডেট করতে পারেনি তাঁদের আবার সুযোগ দিতে হবে। সেই মতো স্কুল সার্ভিস কমিশন একদিনের জন্য একাদশ-দ্বাদশের প্রার্থীদের ক্ষেত্রে সুযোগ দিয়েছিল। সেখানে ১৫০ জন প্রার্থী আবেদন করেছেন বলে এসএসসি সূত্রের খবর।
এসএসসি এক কর্তা জানান, নতুন করে আবেদন করা প্রার্থীদের ফের তথ্য যাচাই করে ও ইন্টারভিউ নিতে হবে। সে জন্য খানিকটা সময় লাগবে। তাই ৭ জানুয়ারি ২০২৬-এর মধ্যে একাদশ-দ্বাদশের জন্য শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করা প্রায় অসম্ভব।
শুধু মেধাতালিকা প্রকাশ নয়, নবম-দশম শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তথ্য যাচাই শুরু হওয়ার কথা ছিল ২৯ ডিসেম্বর ২০২৫। তা-ও আপাতত সম্ভব হচ্ছে না। এসএসসি সূত্রে খবর, একাদশ-দ্বাদশের ইন্টারভিউ শেষ করে মেধাতালিকা প্রকাশ হলেই নবম-দশমের তথ্য যাচাই শুরু হবে। ফলে গোটা প্রক্রিয়াটিই পিছিয়ে যাবে।
উল্লেখ্য, এসএসসি-র তরফে সুপ্রিম কোর্টে যে হলফনামা জমা দেওয়া হয়েছে তাতে ৩১ মার্চ ২০২৬-এর মধ্যে নবম-দশমের মেধাতালিকা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছিল। কমিশনের এক কর্তা দাবি করেছেন, এই সময়সীমা মেনে কাজ করার আপ্রাণ চেষ্টা করছেন তাঁরা।