৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় আন্তর্জাতিক স্তরে। স্কুল পড়ুয়াদের মধ্যে পরিবেশ রক্ষা বিষয়ে সচেতনতা তৈরিতে বিশেষ ভাবে উদ্যোগী হয়েছে এ রাজ্যও। কোথাও স্কুলে স্কুলে পুতুল নাচের কর্মশালার মধ্যে দিয়ে সামাজিক বার্তা প্রেরণ করা হয়, কোথাও আবার সম্পূর্ণ ভাবে প্লাস্টিক বর্জনের অঙ্গীকারে মাঠে নামে স্কুল পড়ুয়ারা।
সম্প্রতি বিবেকানন্দ ইনস্টিটিউট অফ এনভায়রমেন্টাল ম্যানেজমেন্ট-এর তরফে পরিবেশ দিবস উপলক্ষে একদিনের কর্মশালার আয়োজন করা হয় জাতীয় স্তরে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি বিভাগ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সহায়তায় আয়োজিত এই কর্মশালায় যোগ দিয়েছিল রাজ্যের ১০টি স্কুলের পড়ুয়ারা। মূলত পরিবেশ রক্ষার স্বার্থে প্লাস্টিক বর্জনের বার্তা দেওয়া হয় সেখানে। শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “প্লাস্টিকের ব্যবহার যে হারে বেড়েছে, তা গোটা পৃথিবীর জন্য এক মারাত্মক বিপদ তৈরি করছে। পরিবেশের সমস্যাগুলির মধ্যে এটি অন্যতম। স্কুল স্তরে এই বার্তা প্রেরণ করলে পড়ুয়াদের মধ্যেও সচেতনতা বৃদ্ধি হবে।”
দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক বয়েজ় স্কুলের পড়ুয়ারাও যোগ দিয়েছিল ওই কর্মশালায়। স্কুলের প্রধান শিক্ষক অমিত সেনমজুমদার বলেন, ‘‘আমাদের স্কুলের পড়ুয়ারা একটি করে গাছের টব নিয়ে এসেছিল। এগুলি স্কুলের চারিপাশে রাখা হয়েছে। আমরা চাই স্কুল স্তর থেকেই পড়ুয়াদের মধ্যে গাছ লাগানো, প্লাস্টিক বর্জনের মতো বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে।’’
আরও পড়ুন:
একই ভাবে প্লাস্টিক বর্জন রোধে বিশেষ কর্মসূচি চলে উত্তর কলকাতা দ্য পার্ক ইনস্টিটিউশনেও। স্কুলের ছেলেমেয়েরা পাশের মাঠে, রাস্তায় প্লাস্টিক পরিষ্কারের কাজ করে। সাধারণ মানুষকে বার্তা দেয় সম্পূর্ণ ভাবে প্লাস্টিক বর্জনের। স্কুলের প্রধান শিক্ষক সুপ্রিয় পাঁজা বলেন, ‘‘পৃথিবীকে সুন্দর ও বসবাসযোগ্য রাখতে হলে প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করতে হবে। প্লাস্টিক আজ সর্বগ্রাসী চেহারা নিয়েছে। পড়ুয়াদের শুধু একদিনের জন্য নয়, সারা বছর পরিবেশ রক্ষায় সচেতন থাকার পাঠ দিয়ে থাকি আমরা।”
অন্য দিকে, পড়ুয়াদের বিজ্ঞানমুখী করতে এবং পরিবেশ রক্ষা নিয়ে অভিনব ভাবে বার্তা দিয়েছে যাদবপুরের বেশ কিছু স্কুল। পাঁচ দিন ধরে যাদবপুরের কিছু স্কুলের পড়ুয়াদের নিয়ে কর্মশালা চলে যাদবপুর বিদ্যাপীঠে। সমগ্র শিক্ষা মিশন এবং সায়েন্স কগনিজেম ফোরামের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। যেখানে পড়ুয়াদের নিয়ে বিজ্ঞানের নানা বিষয়কে কেন্দ্র করে প্রতিযোগিতা চলে। পাশাপাশি পুতুল নাচের মধ্যে দিয়ে পরিবেশ সচেতনতার পাঠ দেওয়া হয়। যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন, ‘‘এমন কর্মশালার মধ্যে দিয়ে পড়ুয়ারদের বিজ্ঞান নিয়ে পড়াশোনার প্রতিও আগ্রহ বৃদ্ধি হবে।’’