Advertisement
E-Paper

১৭ শতাংশ ওবিসি সংরক্ষণ, নিয়োগ পরীক্ষার আগে নতুন শূন্যপদের তালিকা প্রকাশ করল এসএসসি

এর আগেও এসএসসি-র তরফ থেকে শূন্যপদের তালিকা প্রকাশ করা হয়েছিল। কিন্তু ওবিসি স‌ংরক্ষণ সংক্রান্ত বিষয়ে বিস্তর ধোঁয়াশা ছিল সেখানে। শুক্রবার যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে ওবিসি-এ এবং ওবিসি-বি বলে উল্লেখ করা হয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৯
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলায় স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। এ বার ১৭ শতাংশ সংরক্ষণের নীতি মেনে স্কুল শিক্ষক নিয়োগের জন্য শূন্যপদের ঘোষণা করল এসএসসি।

শুক্রবার স্কুল সার্ভিস কমিশনের যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে দেখা গিয়েছে, নবম দশমে সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে ২৩,২১২টি। একাদশ-দ্বাদশে ১২,৫১৪টি শূন্যপদে নিয়োগ হবে। অর্থাৎ মোট শূন্য আসনের সংখ্যা ৩৫,৭২৬।

গত ৩০ অগস্ট দাগি ‘অযোগ্য’দের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য নিয়োগ পরীক্ষা নেওয়া হবে। তার আগেই শূন্যপদ প্রকাশ করলেন কর্তৃপক্ষ।

তবে এর আগেও এসএসসি-র তরফ থেকে শূন্যপদের তালিকা প্রকাশ করা হয়েছিল। কিন্তু ওবিসি স‌ংরক্ষণ সংক্রান্ত বিষয়ে বিস্তর ধোঁয়াশা ছিল সেখানে। শুক্রবার যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে ওবিসি-এ এবং ওবিসি-বি বলে উল্লেখ করা হয়েছে। দু’টি ক্যাটাগরি মিলিয়ে ওবিসি ক্ষেত্রে মোট ১৭ শতাংশই সংরক্ষণ করা হবে, জানানো হয়েছে।

হিসাব বলছে, নবম-দশমে সব থেকে বেশি শূন্যপদ রয়েছে ভৌত বিজ্ঞানে— ৪৩৪৭টি। এর পর জীবনবিজ্ঞানে ৩৯১১টি, গণিতে ৩৯২২টি, ইংরাজিতে ৩৩৩৬টি, বাংলায় ৩০২৪টি, ইতিহাসে ২১৪৯টি এবং ভূগোলে ১৮৪০টি শূন্যপদ রয়েছে।

একাদশ-দ্বাদশের ক্ষেত্রে ৩৫ টি বিষয়ের মধ্যে সব থেকে বেশি শূন্য পদ রয়েছে রাষ্ট্রবিজ্ঞানে— ১৩৭৩টি। এ ছাড়াও কিছু কিছু বিষয়ে এক হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে। যেমন, রসায়নে রয়েছে ১১৯৪টি শূন্যপদ। এডুকেশনেও ১১৪৭টি শূন্যপদ রয়েছে। এ ছাড়া জীববিদ্যায় ৯১৯টি, গণিতে ৭৮৫টি, পদার্থবিদ্যায় ৮৮১টি, ইংরাজিতে ৫৯৪টি, অর্থনীতিতে ৫০৬টি, ইতিহাসে ৫৭২টি এবং বাংলায় ৩৯০টি শূন্যপদ রয়েছে।

WBSSC Vacancies WB Teachers supream coart
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy