কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে গবেষণামূলক কাজের সুযোগ। এই মর্মে কলেজের তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, কলেজে কেন্দ্রের অর্থপুষ্ট একটি প্রকল্পের কাজ হবে। নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এর জন্য তাঁদের আগে থেকে আবেদন জানাতে হবে না।
কলেজের মাইক্রোবায়োলজি এবং বায়োটেকনোলজি বিভাগে গবেষণা প্রকল্পের কাজ হবে। প্রকল্পের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ বিজ্ঞান বায়োটেকনোলজি বিভাগ (ডিবিটি) অর্থ সাহায্য করবে। প্রকল্পটি ডিবিটি-র বুস্ট টু ইউনিভার্সিটি ইন্টারডিসিপ্লিনারি লাইফ সায়েন্স ডিপার্টমেন্টস ফর এডুকেশন অ্যান্ড রিসার্চ প্রোগ্রাম (বিল্ডার)-এর অর্থপুষ্ট।
প্রকল্পে নিয়োগ হবে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে। শূন্যপদ একটি। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত। সাম্মানিক হবে মাসে ২৫,৪০০ টাকা।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের যোগ্যতার মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
আগামী ১৭ জুলাই দুপুর ৩টে থেকে কলেজে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে উপস্থিত হতে হবে। এ বিষয়ে সবিস্তার জানতে প্রার্থীদের কলেজের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।