যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটির (আইসিসি)পূর্ব নির্ধারিত নির্বাচনের ২৪ ঘন্টা আগে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল বৃহস্পতিবার নয় ভোট হবে ২ ডিসেম্বর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ দিন পরিবর্তন নয়, নির্বাচন বাতিলের দাবিতে সরব হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে অনশনের ডাক দিয়েছেন তারা।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘দিন পরিবর্তন করা হয়েছে কোন আন্দোলনের চাপে নয়। নির্বাচনের প্রস্তুতি জন্য সময় চাওয়ায় দিন পরিবর্তন করা হয়েছে।’’
আরও পড়ুন:
অন্য দিকে বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের দাবি, ভোট যে ভাবে করা হচ্ছে তার পদ্ধতি সঠিক নয়। তাই আমরা বাতিলের দাবি আগেও জানিয়েছি। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের কথা শুনছেন না। ভোটের জন্য যে তালিকা বার করা হয়েছিল সেটা ত্রুটিপূর্ণ। সংশোধিত ভোটার তালিকা প্রকাশ না করে মনোনয়ন গ্রহণ করা হয়েছে। তার ফলে অবৈধ ভোটারের নাম তালিকায় রয়েছে। আমাদের দাবি নতুন করে নির্বাচনের দিন ঘোষণা করা হোক। অবৈধ ভাবে ভোট নয়।
যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক তীর্থরাজ বর্ধন বলেন, ‘‘এটা দীর্ঘ আন্দোলনের জয়। ক্যাম্পাসে গণতন্ত্র প্রতিষ্ঠায় বদ্ধপরিকর তৃণমূল ছাত্র পরিষদ। বামেরা চেয়েছিল চুপচাপ বেআইনি নির্বাচন করিয়ে নেবে, কিন্তু আমরা বাতিলের দাবি করেছিলাম। কর্তৃপক্ষ দিন পরিবর্তন করেছেন। তাই আমরা বৃহস্পতিবার অনশনের ডাক দিয়েছি।’’
বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ২৭ তারিখ দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলবে আইসিসি-র ভোটগ্রহণ। ২৮ নভেম্বর বেলা ১টায় ফলপ্রকাশ। প্রথম দফায় পিএইচডি স্কলার ছাত্র-ছাত্রীদের নির্বাচন হবে। আর নয়া বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন ৩ তারিখ ভোটের গণনা ও ফল প্রকাশ করা হবে।