Advertisement
E-Paper

সেরার তালিকায় রাজ্যের চার প্রতিষ্ঠান! ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার সুযোগ কোথায় কেমন?

দেশের প্রথম ১০০টি ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রাজ্যের মাত্র চারটি কেন্দ্র জায়গা করে নিতে পেরেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৬

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

সদ্যই সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলির তালিকা প্রকাশ করেছে ন্যাশনাল ইনস্টিটিউট র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ)। সেই তালিকা অনুযায়ী, ইঞ্জিনিয়ারিং বিভাগে রাজ্যের চারটি প্রতিষ্ঠান জায়গা করে নিতে পেরেছে। প্রথম দশের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর। এ ছাড়াও রয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), দুর্গাপুর এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুর।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর—

কী কী বিষয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ রয়েছে?

কৃত্রিম মেধা, এরোস্পেস, এগ্রিকালচার অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, বায়োকেমিক্যাল, কেমিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স কমিউনিকেশন, ইনস্ট্রুমেন্টেশন, ম্যানুফ্যাকচারিং সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেটালার্জিক্যাল অ্যান্ড মেটিরিয়ালস, মাইনিং, ওশান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নাভাল আর্কিটেকচার, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সিস্টেম ইঞ্জিনিয়ারিং-এর মতো বিষয় স্নাতক স্তরে পড়ানো হয়ে থাকে।

এ ছাড়াও সেন্টার ফর কম্পিউটেশনাল অ্যান্ড ডেটা সায়েন্সেস, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিজ়াইনের মতো বিষয় নিয়েও পড়ার সুযোগ পেতে পারেন।

খরচ কেমন?

সেমেস্টার পিছু় টিউশন ফি, হস্টেল খরচ বাবদ ১ লক্ষ ৩০ হাজার থেকে ১ লক্ষ ৬০ টাকা পর্যন্ত খরচ হতে পারে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়—

উৎকর্ষ তালিকা অনুযায়ী, প্রথম ২০টি সেরা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের তালিকায় ১৮তম স্থানে যাদবপুর বিশ্ববিদ্যালয়।

কী কী বিষয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ রয়েছে?

আর্কিটেকচারাল, কেমিক্যাল, কনস্ট্রাকশন, ইনফরমেশন টেকনোলজি, প্রিন্টিং অ্যান্ড প্যাকেজ়িং টেকনোলজি, ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ফুড টেকনোলজি অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক স্তরে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়াও সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এর মতো বিষয়গুলিও পড়ানো হয়ে থাকে।

খরচ কেমন?

প্রতি সেমেস্টার পিছু ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকা খরচ হয়ে থাকে। তবে বিষয়ের ভিত্তিতে এর থেকেও বেশি ফি দিতে হতে পারে।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), দুর্গাপুর।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), দুর্গাপুর।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), দুর্গাপুর—

এনআইআরএফ তালিকা অনুযায়ী, সেরা ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ৪৯ তম স্থানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), দুর্গাপুর রয়েছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ন’টি বিষয়ে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়।

কী কী বিষয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ রয়েছে?

বায়োটেকনোলজি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেটালার্জিক্যাল অ্যান্ড মেটিরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক) ডিগ্রি কোর্স করানো হয়।

খরচ কেমন?

সেমেস্টারের অনুযায়ী ৯০ হাজার থেকে ১ লক্ষ ১১ হাজার টাকা ফি এবং হস্টেল বাবদ অতিরিক্ত খরচ হতে পারে।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুর।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুর।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুর—

চলতি বছর কেন্দ্রীয় তালিকার ৫৪ তম স্থানে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুর। ওই প্রতিষ্ঠানেও ইঞ্জিনিয়ারিং শাখার মোট ন’টি বিষয় স্নাতক স্তরে পড়ানো হয়।

কী কী বিষয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ রয়েছে?

সিভিল ইঞ্জিনিয়ারিং, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড মেকানিক্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইনফরমেশন টেকনোলজি, মেকানিক্যাল, মেটালার্জি অ্যান্ড মেটিরিয়ালস, মাইনিং এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক) পড়ানো হয়।

খরচ কেমন?

কোর্স অনুযায়ী, প্রতি সেমেস্টার পিছু ৬২ হাজার টাকা কিংবা তার বেশি ফি দিতে হয়।

IIT Kharagpur IIEST Shibpur NIT Durgapur Jadavpur University Engineering Students
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy