ফার্মাসিতে স্নাতকোত্তর করতে চাইলে খোঁজ নিতে পারেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি এই প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। কুয়েট (কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট) উত্তীর্ণ না হলেও আবেদন করা যাবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফার্মাসিতে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর থাকলেই আবেদন করা যাবে। তবে কুয়েট উত্তীর্ণেরা অগ্রাধিকার পাবেন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তার পর প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩ অগস্ট। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।