সাইবার সুরক্ষা। প্রতীকী ছবি।
জি২০ নিয়ে নয়া পদক্ষেপ করল ইউজিসি (ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন)। দেশের সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে সাইবার সুরক্ষা নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান পালনের নির্দেশ দেওয়া হয়েছে ইউজিসি-র তরফ থেকে।
চলতি বছর ভারত জি২০ সম্মেলনে সভাপতিত্ব করেছে। সেই উপলক্ষে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রালয়ের তরফ থেকে বছরভর নানা কর্মসূচির মধ্য দিয়ে সাইবার সুরক্ষা অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সমাজমাধ্যমের নিরাপদ ব্যবহার, ডিজিটাল উপায়ে টাকা আদান-প্রদান এবং ইন্টারনেটের মতো বিষয়গুলির উপর সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যেই এই কর্মসূচি চালানো হবে।
‘স্টে সেফ অনলাইন’ কর্মসূচির মধ্য দিয়ে সাইবার জালিয়াতি রোধের জন্য সমাজমাধ্যমের নিরাপত্তা, ই-কমার্স, অনলাইন পেমেন্ট-সহ হিন্দি, ইংরেজি ও আঞ্চলিক ভাষায় ইন্টারনেটের নিরাপদ ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।
সেই জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে ২০২৩-এর নভেম্বর মাস পর্যন্ত সাইবার নিরাপত্তা নিয়ে আলোচনা সভা, কুইজ এবং প্রতিযোগিতার আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy