Advertisement
১৪ অক্টোবর ২০২৪
UGC

সাইবার সুরক্ষা নিয়ে তৎপর ইউজিসি, জারি নয়া নির্দেশিকা

চলতি বছর ভারত জি২০ সম্মেলনে সভাপতিত্ব করেছে। সেই উপলক্ষে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রালয়ের তরফ থেকে বছরভর নানা কর্মসূচির মধ্য দিয়ে সাইবার সুরক্ষা অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সাইবার সুরক্ষা।

সাইবার সুরক্ষা। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৩ ১২:১৬
Share: Save:

জি২০ নিয়ে নয়া পদক্ষেপ করল ইউজিসি (ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন)। দেশের সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে সাইবার সুরক্ষা নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান পালনের নির্দেশ দেওয়া হয়েছে ইউজিসি-র তরফ থেকে।

চলতি বছর ভারত জি২০ সম্মেলনে সভাপতিত্ব করেছে। সেই উপলক্ষে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রালয়ের তরফ থেকে বছরভর নানা কর্মসূচির মধ্য দিয়ে সাইবার সুরক্ষা অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সমাজমাধ্যমের নিরাপদ ব্যবহার, ডিজিটাল উপায়ে টাকা আদান-প্রদান এবং ইন্টারনেটের মতো বিষয়গুলির উপর সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যেই এই কর্মসূচি চালানো হবে।

‘স্টে সেফ অনলাইন’ কর্মসূচির মধ্য দিয়ে সাইবার জালিয়াতি রোধের জন্য সমাজমাধ্যমের নিরাপত্তা, ই-কমার্স, অনলাইন পেমেন্ট-সহ হিন্দি, ইংরেজি ও আঞ্চলিক ভাষায় ইন্টারনেটের নিরাপদ ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।

সেই জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে ২০২৩-এর নভেম্বর মাস পর্যন্ত সাইবার নিরাপত্তা নিয়ে আলোচনা সভা, কুইজ এবং প্রতিযোগিতার আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE