বাংলা, ইংরেজি, গণিত নয়, ইচ্ছে শারীরশিক্ষা নিয়ে পড়াশোনা করার! কিন্তু দ্বাদশের পরই কি সরাসরি পড়ার সুযোগ রয়েছে এই বিষয় নিয়ে? চাকরি ক্ষেত্রে মিলতে পারে কেমন সুবিধা? এই প্রতিবেদনে শারীরশিক্ষা নিয়ে পড়ার খুঁটিনাটি আলোচনা করা হল।
যোগ্যতা যাচাই
শারীরশিক্ষা নিয়ে ব্যাচেলর ডিগ্রির পাশাপাশি ডিপ্লোমা করারও সুযোগ রয়েছে। তবে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন পড়তে হলে প্রথমে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। তা হলেই দু’বছরের ব্যাচেলর কোর্সে ভর্তি হওয়া যাবে। তবে দ্বাদশের পরই যদি এই বিষয় নিয়ে পড়ার ইচ্ছে থাকে, তা হলে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা করার সুযোগ রয়েছে। দু’বছর স্নাতকের পর স্নাতকোত্তর এবং পিএইচডি-ও করা যায় সংশ্লিষ্ট বিষয়ে।
আরও পড়ুন:
কোথায় কোথায় পড়ার সুযোগ—
রাজ্যের কলকাতা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী, বিশ্বভারতী, কল্যাণী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে এই বিষয় নিয়ে পড়ার সুযোগ রয়েছে।
চাকরির কেমন সুযোগ রয়েছে—
মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন পড়ার পর ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অথবা স্টেট এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হলে অধ্যাপনার সুযোগ রয়েছে। এ ছাড়াও ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন পড়ার পর শিক্ষকতার সুযোগ রয়েছে। এ ছাড়াও স্পোর্টস ম্যানেজমেন্ট, স্পোর্টস কোচ, খেলার প্রশিক্ষক-সহ আরও পদে সরকারি সংস্থায় চাকরির সুযোগ রয়েছে।