৯ মে রবীন্দ্রজয়ন্তী। প্রতি বছরই এই দিনে রাজ্য সরকারের তরফে সরকারি ছুটি ঘোষণা করা হয়। এই বছরও নিয়মমাফিক ছুটি থাকলেও খোলা রাখা হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কার্যালয়। আধিকারিকেরা-সহ সমস্ত কর্মচারীই সেদিন কাজ করবেন। বিজ্ঞপ্তি জারি করে এমনই জানানো হয়েছে। শুধু শিক্ষা সংসদের কার্যালয়ই নয়, আঞ্চলিক কার্যালয়গুলিও খোলা রাখা হবে।
৭ মে প্রকাশিত হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফল। ঐ দিন বিভিন্ন ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন ছাত্র-ছাত্রীরা। তবে পরীক্ষার্থীরা শংসাপত্র এবং রেজ়াল্ট হাতে পাবেন ৮ তারিখ থেকে। এই রেজাল্ট বা সার্টিফিকেটের কোন ভুল বা ত্রুটি থাকলে তা যাতে দ্রুত সংশোধন করা যায় তাই রাজ্যের ছুটির দিনেও খোলা থাকছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মূল অফিস।
আরও পড়ুন:
শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘রেজাল্ট বের হওয়ার পর বেশ কিছু ভুল-ভ্রান্তি সামনে আসে। সে গুলো যাতে দ্রুত সমাধান করা যায় তাই ৯ ও ১০ তারিখ শিক্ষা সংসদের অফিস ও আঞ্চলিক অফিসগুলি সম্পূর্ণরূপে খোলা থাকবে।’’ তিনি আরও জানিয়েছেন, পরীক্ষার্থীদের স্বার্থে চারটি রিজিওনাল অফিস কলকাতা, বর্ধমান, মেদনীপুর এবং উত্তরবঙ্গের শিলিগুড়ির কার্যালয় খোলা রাখা হচ্ছে।
উল্লেখ্য, এ বছর উচ্চ মাধ্যমিক শুরু হয়েছিল ৩ মার্চ, শেষ হয় ১৮ মার্চ। অর্থাৎ পরীক্ষা শেষের প্রায় ৫০ দিনের মধ্যে ঘোষণা করা হচ্ছে ফলাফল। চলতি বছর উচ্চ মাধ্যমিকে ৬২টি বিষয়ে প্রশ্নপত্র তৈরি হয়েছে। গত বছর সংখ্যাটি ছিল ৬০। এ বছর যে নতুন দু’টি বিষয়ে পরীক্ষাগ্রহণ হচ্ছে, সেগুলো হল আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স এবং ডেটা সায়েন্স। বছরে একটাই উচ্চমাধ্যমিক হওয়ার এটাই শেষ বছর ছিল। এর পরের বছর থেকে সিমেস্টারের মধ্য দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে।