Advertisement
E-Paper

রাজ্যের জয়েন্ট পরীক্ষার প্রতি আগ্রহ বাড়াতে উদ্যোগী শিক্ষা সংসদ, শুরু হচ্ছে প্রশিক্ষণ

প্রশিক্ষণের সময় প্রতিদিন ক্লাসের পর মক টেস্ট নেওয়া হবে। প্রতিদিন টানা চার থেকে সাড়ে চার ঘন্টার ক্লাস হবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১৭:৪৮
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

প্রকাশিত এ বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল। এর মধ্যেই বড় ঘোষণা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষার বদলে বিজ্ঞান শাখার পড়ুয়াদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন (ডব্লিউবিজেইই)-এর প্রতি আগ্রহ বাড়াতে উদ্যোগী হল শিক্ষা সংসদ।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রথম বার রাজ্যের পড়ুয়াদের জন্য কেরিয়ার গাইডেন্স ক্লাস চালু করতে চলেছে। যার পোশাকি নাম ‘কম্পিটিটিভ গাইডেন্স প্রোগ্রাম’। যে পড়ুয়ারা ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসি নিয়ে ভবিষ্যতে কেরিয়ার গড়তে চান অথবা যারা চিকিৎসক হতে চান, তাদের বিশেষ প্রশিক্ষণ দেবে শিক্ষা সংসদ।

শিক্ষা সংসদের অধীনে রয়েছে রাজ্যের প্রায় ৭০০০ স্কুল। এর মধ্যে ৫০ শতাংশ স্কুলের বিজ্ঞান শাখার পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে। কেরিয়ার গাইডেন্সের এই প্রশিক্ষণ শুরু আগামী সোমবার অর্থাৎ ১২ মে থেকে। চলবে ৪ জুন পর্যন্ত। প্রশিক্ষণের ক্লাস হবে অনলাইন এবং অফলাইনে। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ পার্শ্ববর্তী জেলার পড়ুয়াদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসে প্রশিক্ষণ দেওয়া হবে। অন্য দিকে, বাকি জেলার পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে অনলাইনে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক বলেন, “বিজ্ঞানের ছাত্র-ছাত্রীরা যাতে রাজ্য জয়েন্ট পরীক্ষায় ভাল ফল করে এবং ভবিষ্যতে সফল ইঞ্জিনিয়ার হয়ে উঠতে পারে তা-ই আমাদের মূল লক্ষ্য।”

প্রশিক্ষণের সময় প্রতিদিন ক্লাসের পর মক টেস্ট নেওয়া হবে। প্রতিদিন টানা চার থেকে সাড়ে চার ঘণ্টার ক্লাস হবে। কাউন্সিলের তরফে প্রতি বিষয়ের ক্ষেত্রে তিন জন করে শিক্ষক এই ক্লাসগুলি করাবেন। ক্লাসে প্রতি বিষয়ের বিশেষ বিশেষ মডিউল পড়ানো হবে। রাজ্যের জয়েন্ট পরীক্ষার আদলে মক টেস্টও নেওয়া হবে। প্রতিদিনই ঘণ্টাখানেকের মধ্যে পড়ুয়াদের ফলাফলও জানিয়ে দেওয়া হবে। প্রশিক্ষণের অংশগ্রহণের জন্য শিক্ষা সংসদের তরফে ইতিমধ্যেই রাজ্যের স্কুলগুলির প্রধান শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

West Bengal Council of Higher Secondary Education West Bengal Joint Entrance Examination Training Programme WBCHSE News
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy