সদ্য প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফল। প্রকাশিত হচ্ছে অন্যান্য বোর্ডের রেজাল্টও। এর পর যাঁরা বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চান, তাঁরা খোঁজ নিতে পারেন রাজারহাটের সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ে আর্টস, সায়েন্স, কমার্সের নানা বিষয় নিয়ে স্নাতকের সুযোগ রয়েছে। এর জন্য সমগ্র আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে।
বিশ্ববিদ্যালয়ের তিনটি ফ্যাকাল্টির তরফে স্নাতকে ভর্তির আয়োজন করা হচ্ছে। এগুলি হল— ফ্যাকাল্টি অফ কমার্স অ্যান্ড ম্যানেজমেন্ট, ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল স্টাডিজ় এবং ফ্যাকাল্টি অফ সায়েন্স। যে বিষয়গুলিতে অনার্স নিয়ে স্নাতকের সুযোগ মিলবে, সেগুলি হল—কমার্স, ম্যানেজমেন্ট স্টাডিজ়, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স, অর্থনীতি, ইংরেজি, মনোবিদ্যা এবং মাস কমিউনিকেশন। সমস্ত কোর্সের মেয়াদ জাতীয় শিক্ষানীতি মেনে স্থির করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ক্লাস হবে প্রাতঃ এবং দিবা বিভাগে।
আরও পড়ুন:
স্নাতকের বিভিন্ন বিষয়ে ভর্তির জন্য আলাদা যোগ্যতামান ধার্য করা হয়েছে। তবে প্রাথমিক ভাবে পড়ুয়াদের কোনও স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষায় ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
বিভিন্ন কোর্সের ক্ষেত্রে সেমেস্টার পিছু ফি ধার্য করা হয়েছে ৬৪,৬০০-৭৩,৭০০ টাকা। পরীক্ষার্থীদের উচ্চ মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সে ভর্তি নেওয়া হবে।
আরও পড়ুন:
আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ১০০০ টাকা। আবেদনের শেষ দিন আগামী ২৪ মে। বাছাই পড়ুয়াদের নাম ঘোষণা করা হবে ৩০ মে। ভর্তি প্রক্রিয়া শুরু হবে ১৪ থেকে ২০ জুন। এই বিষয়ে বিস্তারিত জানতে পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।