কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে শিক্ষক নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে কলেজের ওয়েবসাইটে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, কলেজের একটি বিভাগের জন্য এই নিয়োগ। চাকরিপ্রার্থীরা এর জন্য অফলাইনে আবেদন করতে পারবেন। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
কলেজের মাস কমিউনিকেশন এবং ভিডিয়োগ্রাফি বিভাগে নিয়োগ হবে। নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। শূন্যপদ একটি। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিকের বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের মাস কমিউনিকেশনে মাস্টার্স ডিগ্রি বা এফটি আইআই/ এসআরএফটিআই-এর মতো নামী প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমায় ন্যূনতম ৫৫ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি ধার্য করা হয়েছে।
আরও পড়ুন:
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৩৭ বছর। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। নিযুক্তদের পারিশ্রপমিকের বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি।
আগ্রহীদের এর জন্য জীবনপঞ্জি, আবেদনপত্র-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২১ মে। এই বিষয়ে সবিস্তার জানতে প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।