‘মিলেনিয়াল’-রা কী ভাবে কলকাতার সমৃদ্ধ রন্ধন সংস্কৃতির ঐতিহ্যের আধুনিকীকরণ করছেন, তা নিয়েই এ বার গবেষণা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, কেন্দ্রের অর্থপুষ্ট এই প্রকল্পের জন্য কর্মী প্রয়োজন। যার জন্য আগ্রহীরা অফলাইনে আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে প্রকল্পের কাজ হবে। যার নাম— ‘হেরিটেজ মিটস মডার্নিটি: মিলেনিয়াল ইন্টারভেনশন্স ইন রিডিফাইনিং কলকাতা’স কালিনারি টোপোগ্রাফি’। প্রকল্পটি কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ (আইসিএসএসআর)-এর অর্থপুষ্ট।
প্রকল্পে ফিল্ড ইনভেস্টিগেটর নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। প্রকল্পে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে এক বছর দশ মাস।
আরও পড়ুন:
ফিল্ড ইনভেস্টিগেটর পদে আবেদনকারীদের জন্য বয়সের কোনও ঊর্ধ্বসীমা ধার্য করা হয়নি। তবে জানানো হয়েছে, নিযুক্ত ব্যক্তির সাম্মানিক হবে মাসে ২০,০০০ টাকা। আবেদনকারীদের সমাজবিজ্ঞানের যে কোনও বিষয়ে স্নাতকোত্তরে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও যোগ্যতার আরও কিছু মাপকাঠি রয়েছে।
আগামী ২৬ মে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে বেলা ১২টা থেকে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সেন্টার থেকে ৫০ টাকার বিনিময়ে সংগৃহীত আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে প্রার্থীদের সেখানে উপস্থিত হতে হবে। এই বিষয়ে আরও জানতে প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।