ঝাড়গ্রাম সরকারি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে কর্মখালি। হাসপাতালে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হাসপাতাল এবং রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে। এর জন্য আগ্রহীদের অফলাইনে আবেদন করতে হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
হাসপাতালে নিয়োগ হবে হাউসস্টাফ পদে। শূন্যপদ রয়েছে ১৩টি। সংশ্লিষ্ট পদে ছ’মাসের জন্য কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তেরা হাসপাতালের জেনারেল মেডিসিন, অপথ্যালমোলজি, জেনারেল সার্জারি, রেডিয়োথেরাপি, এমার্জেন্সি, পেডিয়াট্রিক মেডিসিন, গায়নোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স, সাইকিয়াট্রি, চেস্ট মেডিসিন এবং ডার্মাটোলজি বিভাগে কাজের সুযোগ পাবেন।
আরও পড়ুন:
আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি উল্লিখিত ঠিকানায় সশরীরে গিয়ে বা ডাকযোগে পাঠিয়ে আবেদন করতে হবে। সশরীরে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ১৪ মে। ১৫ মে ডাকযোগে নথি পাঠানোর শেষ দিন। এর পর হাসপাতালে প্রার্থীদের নথি যাচাই এবং কাউন্সেলিং করা হবে আগামী ১৯ মে সকাল সাড়ে ১০টা থেকে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।