যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস) এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর যৌথ ভাবে একটি বিশেষ প্রোগ্রামের আয়োজন করবে। এই মর্মে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে উভয় প্রতিষ্ঠানের তরফে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘জয়েন্ট এমএসসি-পিএইচডি’ নামক এই প্রোগ্রামে চলতি বছরের জন্য পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। এর জন্য সমগ্র আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে। যা শুরু হবে শীঘ্রই।
দুই শিক্ষা প্রতিষ্ঠানের তরফে কেমিক্যাল অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিষয়ের উপর এই জয়েন্ট এমএসসি-পিএইচডি প্রোগ্রামটি করানো হবে। পড়ুয়ারা উভয় প্রতিষ্ঠানেই পিএইচডি কোর্স ওয়ার্ক করার সুযোগ পাবেন। স্নাতকোত্তর বা এমএসসি-তে প্রতিষ্ঠান নির্ধারিত সিজিপিএ থাকলে পড়ুয়াদের সরাসরি পিএইচডি করার সুযোগ মিলবে। থাকবে ফেলোশিপের ব্যবস্থাও।
আরও পড়ুন:
প্রোগ্রামটিতে ভর্তির জন্য পড়ুয়াদের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ফার্স্ট ডিভিশন থাকতে হবে। এর পর জীবনবিজ্ঞানের যে কোনও শাখায় বা রসায়নে স্নাতক স্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য এ ক্ষেত্রে পাঁচ শতাংশ ছাড় থাকবে। পাশাপাশি চলতি বছরের জয়েন্ট অ্যাডমিশন টেস্ট (জ্যাম)-এ বায়োটেকনোলজি বা কেমিস্ট্রিতে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠি বিশদ জানানো হয়েছে মূল বিজ্ঞপ্তিতে।
চলতি বছরে জ্যাম পরীক্ষায় বায়োটেকনোলজি বা রসায়ন বিষয়ে পড়ুয়াদের র্যাঙ্কের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রোগ্রামে ভর্তির জন্য পড়ুয়াদের যোগ্যতা যাচাই করা হবে।
আরও পড়ুন:
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের জন্য কোনও অর্থমূল্য জমা দিতে হবে না। আবেদন প্রক্রিয়া আগামী ১২ মে থেকে শুরু হয়ে ৬ জুন পর্যন্ত চলবে। মেধাতালিকা প্রকাশ করা হবে ২০ জুন। এই বিষয়ে আরও জানতে উভয় প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।