Advertisement
E-Paper

অনলাইনেই স্নাতকোত্তর স্তরে ভর্তি প্রক্রিয়া, মানতে হবে একাধিক শর্ত, নির্দেশ উচ্চ শিক্ষা দফতরের

রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে অগস্ট মাসেই ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৫ ১২:৪৭
The Department of Higher Education has issued several guidelines for students regarding online admission applications.

অনলাইনে ভর্তির আবেদনের ক্ষেত্রে পড়ুয়াদের জন্য বেশ কিছু নির্দেশিকা দিয়েছে উচ্চ শিক্ষা দফতর। ছবি: সংগৃহীত।

রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে স্নাতকোত্তর স্তরে ভর্তি প্রক্রিয়া ৮ অগস্ট থেকে শুরু হতে চলেছে। আবেদন জানানোর পোর্টাল ২০ অগস্ট পর্যন্ত চালু রাখা হবে। রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের তরফে জারি হওয়া নির্দেশিকায় এ-ও জানানো হয়েছে, ১ সেপ্টেম্বর থেকে স্নাতকোত্তর স্তরের ক্লাস করতে পারবেন পড়ুয়ারা।

২০২৪-এ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমেস্টারের পরীক্ষা দেরিতে হওয়ায় স্নাতকোত্তর স্তরে ভর্তি হতে গিয়ে সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। কিছু কিছু বিশ্ববিদ্যালয়কে আসন সংখ্যা পূরণের জন্য দীর্ঘ দিন কাউন্সেলিং চালিয়ে যেতে হয়েছে। তারই ফল হিসাবে পরবর্তী শিক্ষাবর্ষে পঠনপাঠন শুরুতেও বিলম্ব হয়েছে।

এই সমস্ত সমস্যা দূর করতে এবং ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে ভর্তি এবং আবেদন সংক্রান্ত বিষয়ে আরও বেশ কিছু শর্ত মেনে চলতে হবে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে। সেগুলি কী? রইল বিস্তারিত—

প্রথমত, আবেদন গ্রহণের পর পড়ুয়াদের মেধার নিরিখেই ভর্তি নিতে হবে। কোনও পড়ুয়াকেই বিশ্ববিদ্যালয় বা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান তাদের ক্যাম্পাস ভর্তি হওয়া বা কাউন্সেলিং সংক্রান্ত কাজের জন্য ডেকে পাঠাতে পারবে না।

দ্বিতীয়ত, অনলাইনে শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত নথি জমা দেওয়া, আবেদন জানানো, বা কোর্স সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য ফি বা অর্থ পড়ুয়াদের থেকে দাবি করা যাবে না।

তৃতীয়ত, বিশ্ববিদ্যালয় বা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের তরফে ই-মেল বা ফোন মারফত মেধা তালিকায় থাকা বাছাই করা প্রার্থীদের ভর্তি সংক্রান্ত বিষয়ে তথ্য জানাতে হবে।

চতুর্থত, পড়ুয়ারা আবেদনমূল্য, কোর্স ফি সংক্রান্ত অর্থ কেবলমাত্র অনলাইনেই পাঠাতে পারবেন। এ জন্য কোনও বিশ্ববিদ্যালয় বা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে সশরীরে উপস্থিত থাকার প্রয়োজন নেই।

তবে, উল্লিখিত নিয়মটি ফর্ম ভেরিফিকেশন কিংবা শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র যাচাইকরণের ক্ষেত্রেও প্রযোজ্য। অনলাইনে জমা দেওয়া নথি অনুযায়ী ভর্তি প্রক্রিয়া সুনিশ্চিত করতে হবে সমস্ত বিশ্ববিদ্যালয় এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে।

যদিও এই সমস্ত শর্তাবলি ব্যাচেলর অফ এডুকেশন (বিএড) , মাস্টার্স ইন এডুকেশন (এমএড), ব্যাচেলর অফ ফিজ়িক্যাল এডুকেশন (বিপিএড) এবং মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশন (এমপিএড) কোর্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়। রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের তরফে সংশ্লিষ্ট কোর্সে ভর্তি সংক্রান্ত শর্তাবলি আলাদা করে জানানো হবে।

Higher Education Department online registration online admission
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy