Advertisement
E-Paper

ঝোঁক বাড়ছে কম্পিউটার সায়েন্স-এ, পড়ার খরচ কোথায় কেমন, পেশাগত সুযোগ কতখানি? রইল বিস্তারিত

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স-এর ফল প্রকাশের পর দেখা যাচ্ছে, বেশির ভাগ মেধাবীই রাজ্যের বাইরে কোনও না কোনও প্রতিষ্ঠানে এই বিষয় নিয়ে পড়তে চলে যাচ্ছেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ১৫:৪৫
After the joint degree, the trend towards computer science is increasing.

জয়েন্টের পর কম্পিউটার সায়েন্সেই বাড়ছে ঝোঁক। ছবি: সংগৃহীত।

গত দু’দশকে ক্রমশ বেড়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পড়ার চাহিদা। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স-এর ফল প্রকাশের পর দেখা যাচ্ছে, বেশির ভাগ মেধাবীই রাজ্যের বাইরে কোনও না কোনও প্রতিষ্ঠানে এই বিষয় নিয়ে পড়তে চলে যাচ্ছেন। পরিসংখ্যান বলছে, গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট)-এর মতো পরীক্ষায়ও এই বিষয়টিতে সবার্ধিক পড়ুয়া নথিভুক্ত করছেন। কিন্তু কেন বাড়ছে এই বিষয়ের চাহিদা?

সম্ভাব্য কারণ:

কৃত্রিম মেধা, সাইবার সুরক্ষা, মেশিন ল্যাঙ্গুয়েজ, ডেটা সায়েন্স, সফট্ওয়্যার ডেভেলপমেন্টের মতো একাধিক শাখায় দক্ষ হয়ে ওঠার সুযোগ দিয়ে থাকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে। বিশেষজ্ঞদের মতে, এই সমস্ত দিক মাথায় রেখেই পড়ুয়ারা দীর্ঘমেয়াদি ফল পেতে চাইছেন। তাই স্নাতক স্তর থেকেই প্রস্তুতি নিচ্ছেন। শিক্ষা ক্ষেত্রে এই বিষয়টির পাঠ্যক্রমে প্রচুর পরিবর্তন হয়েছে গত কয়েক বছরে। নানা ধরনের নতুন প্রযুক্তির পাঠ সামিল হয়েছে। প্রতি নিয়ত বদলে যাচ্ছে প্রযুক্তির দিক-দিগন্ত। শিক্ষক-শিক্ষিকারা ক্রমাগত নিজেদের দক্ষতা বৃদ্ধির সুযোগ পাচ্ছেন, তাঁরা পড়ুয়াদেরও সর্বশেষ আপডেট শিখিয়ে দিচ্ছেন।

উচ্চশিক্ষার সুযোগ:

  • ডিজিটাল যুগে এগিয়ে থাকার জন্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের মতো বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের গেট বা জয়েন্টের মতো সর্বভারতীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন। পাশপাশি ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির নিজস্ব প্রবেশিকাও রয়েছে। বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে, দেশে প্রতি বছর গড়ে ২-৩ লক্ষ পড়ুয়া এই বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভর্তি হন।
  • দেশের সমস্ত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি)-তে এই বিষয়টি পড়ানো হয়। তবে ছাত্র ভর্তির সংখ্যা থেকে বোঝা যায়, তাঁদের পছন্দের তালিকায় প্রথমেই রয়েছে আইআইটি বোম্বে। তার পর আইআইটি খড়্গপুর, আইআইটি কানপুর, আইআইটি দিল্লি এবং আইআইটি মাদ্রাজ।
  • এ ছাড়াও, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি)-র মতো প্রতিষ্ঠান থেকেও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার সুযোগ রয়েছে।
  • রাজ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ম্যাকাউট)-এ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। এ ছাড়াও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুরে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে।

খরচ কত?

স্নাতক স্তরের ক্ষেত্রে আইআইটি প্রতিষ্ঠানগুলি থেকে পড়ার সম্পূর্ণ খরচ ৮ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এনআইটি-র ক্ষেত্রে সেমেস্টার পিছু ৮০ হাজার টাকা ফি নেওয়া হয়ে থাকে। কিছু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ডিগ্রি কোর্সের জন্য ৫ থেকে ৬ লক্ষ টাকা সম্পূর্ণ খরচ হিসাবে ধার্য করা হয়।

পেশা প্রবেশের সুযোগ:

এই বিষয়ে পড়াশোনা করলে সফট্ওয়্যার ডেভেলপার, সফট্ওয়্যার ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, ডেভঅপস ইঞ্জিনিয়ার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স/ মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসাবে চাকরির সুযোগ পাওয়া যেতে পারে। এ ছাড়াও দেশের সরকারি এবং সরকার অধীনস্থ সংস্থায় ট্রেনি ইঞ্জিনিয়ার হিসাবেও কাজ শেখার সুযোগ দেওয়া হয়।

রাজ্য জয়েন্টের কৃতীরা কোথায় পড়বেন?

  • রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম অনিরুদ্ধ চক্রবর্তী আইআইটি খড়্গপুরে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক স্তরে ভর্তি হয়েছেন।
  • দ্বিতীয় স্থানাধিকারী সাম্যজ্যোতি বিশ্বাস এবং চতুর্থ স্থানে থাকা অরিত্র রায় আইআইটি বোম্বে-তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন।
  • মেধাতালিকার নবম স্থানে থাকা প্রতীক ধনুকা আইআইটি কানপুরে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন বলে জানিয়েছেন।
IIT Kharagpur NIT Durgapur Career Options after 12th WBJEE Results 2025
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy