Advertisement
০৪ ডিসেম্বর ২০২৩

এভারেস্টে তুষার ধস, মৃত ১৩

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৪ ১৪:০৩
Share: Save:

তুষার ধসের কবলে পড়ে এভারেস্টে মৃত্যু হল তেরো জন নেপালি শেরপার। আহত তিন শেরপাকে উদ্ধার করে কাঠমাণ্ডুতে চিকিত্সার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
শুক্রবার পৌনে ৭টা নাগাদ এভারেস্টের ৫৮০০ মিটার উচ্চতায় ‘পপকর্ন ফিল্ড’ নামে একটি জায়গায় এই দুর্ঘটনা ঘটে। ‘পিস নেপাল ট্রেকস’-এর অন্যতম কর্ণধার জীবন ঘিমিরে জানিয়েছেন প্রশিক্ষণপ্রাপ্ত শেরপার একটি দলকে উদ্ধারকার্যের জন্য পাঠানো হয়েছে। নেপালের পর্যটন মন্ত্রকের মাউন্টেনিয়ারিং ডিভিশনের এক আধিকারিক জানিয়েছেন, ঘটনাস্থল থেকে তেরো জন পর্বতারোহীর দেহ উদ্ধার করে বেস ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত সাত জন পর্বতারোহীর কোনও খোঁজ পাওয়া যায়নি বলে এ দিন একটি সংবাদ সংস্থাকে জানান তিনি। নেপালের পর্যটন মন্ত্রকের আধিকর্তা তিলক পান্ডে জানান, ‘অ্যাল্পাইন অ্যাসেন্ট’, ‘সামিট নেপাল’-সহ ছ’টি বিভিন্ন পর্বতারোহী সংগঠনের সঙ্গে যুক্ত অন্তত ১৫ জন পর্বতারোহীর একটি দল নেপালের বেস ক্যাম্প থেকে এ দিন সকালে যাত্রা শুরু করে। তাঁদের সঙ্গে শেরপারাও ছিলেন। ‘পপকর্ন ফিল্ড’-র কাছে এসে হঠাত্ই তাঁরা এই তুষার ধসের সামনে পড়েন।
নেপালের পর্যটন মন্ত্রক সূত্রে খবর, নেপালের সেনা ও সশস্ত্র পুলিশবাহিনী-সহ ‘হিমালয়ান রেসকিউ অ্যাসোসিয়েশন’-এর কর্তারা উদ্ধারকার্য শুরু করেছেন। তল্লাশি চালানোর জন্য কাঠমাণ্ডু থেকে হেলিকপ্টার পাঠানো হয়েছে। এর আগে ১৯৯৬ -এর মে মাসে একই ভাবে এভারেস্টে ওঠার সময় মৃত্যু হয় আট পর্বতারোহীর। এ দিনের দুর্ঘটনা সেই ঘটনাকেও ছাপিয়ে গেল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE