Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৬ জানুয়ারি ২০২২ ই-পেপার

বাউন্সারের আঘাতে মাথায় গুরুতর চোট হিউজেসের, অবস্থা সঙ্কটজনক

শেফিল্ড শিল্ড ম্যাচে নিউ সাউথ ওয়েলসের বিরুদ্ধে ব্যাটিং করার সময় বাউন্সারের আঘাতে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি অস্ট্রেলীয় ব্যাটসম্যান ফিল হ

সংবাদ সংস্থা
২৫ নভেম্বর ২০১৪ ১৩:৪১
ফিল হিউজেস। ছবি: এপি।

ফিল হিউজেস। ছবি: এপি।

শেফিল্ড শিল্ড ম্যাচে নিউ সাউথ ওয়েলসের বিরুদ্ধে ব্যাটিং করার সময় বাউন্সারের আঘাতে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি অস্ট্রেলীয় ব্যাটসম্যান ফিল হিউজেস। মঙ্গলবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে খেলা চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। শন অ্যাবটের একটি ফাস্ট ডেলিভারি হুক শট মারতে গিয়েই বলটি ফস্কে সোজা হিউজেস-এর হেলমেটে লাগে। পিচে কিছু ক্ষণ দাঁড়িয়ে থাকার পর পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে খেলা থামিয়ে দিয়ে তাঁর প্রাথমিক চিকিত্সা করা হয় মাঠেই। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়, হিউজেসকে সঙ্কটজনক অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়েছে। তাঁর অবস্থা এখনও সঙ্কটজনক। তাঁর মাথার স্ক্যান করা হয়েছে। অস্ত্রোপচারও করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। আগামী ২৪-৪৮ ঘণ্টা হিউজেসকে পর্যবেক্ষণে রাখা হবে।

ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে তাঁর খেলার প্রবল সম্ভাবনা ছিল। তার আগে এই ধরনের মর্মান্তিক ঘটনায় গোটা ক্রিকেট দুনিয়া উদ্বিগ্ন। হিউজেসের দ্রুত সুস্থতা কামনা করে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সিইও বলেন, “হিউজেস এবং তাঁর পরিবারের পাশে বোর্ড রয়েছে। আমাদের এখন প্রথম কর্তব্য তাঁকে দ্রুত সুস্থ করে তোলা।”

বিরাট কোহলি টুইট করে বলেন, “ফিলের জন্য প্রার্থনা করছি।”

Advertisement

আরও পড়ুন

Advertisement